সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

'রামায়ণ'-এ বিবেক 

 

 

পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ। 'রাম' ও 'সীতা'র চরিত্রে দর্শক দেখবেন রণবীর কাপুর ও সাই পল্লবীকে। একে একে সামনে আসছে ছবির চরিত্রাভিনেতাদের নাম। জানা যাচ্ছে, এই ছবিতে 'বিদ্যুৎজিহ্বা'র চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়। 

 

 

আর্থিক তছরুপে অভিযুক্ত ডিনো মোরিয়া 

 

 

বড় বিপাকে মডেল-অভিনেতা ডিনো মোরিয়া।মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় মুম্বই ও কেরলের ১৫টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। আর তালিকায় রয়েছে অভিনেতা ডিনো মোরিয়া। প্রায় ৬৫ কোটির আর্থিক তছরুপের অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে, যার তদন্ত চলছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-এর অধীনে।

 

 

স্মৃতিচিহ্ন মুছলেন সামান্থা 

 

 

২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। এরপর ২০১৭ সালে দু'জনের বিয়ে হয়। নাগার সঙ্গে সম্পর্কটা চিরকালীন ভেবে 'ইয়ে মায়া চেসাভে’ ছবির নামে ট্যাটু করিয়েছিলেন সামান্থা।‌ কিন্তু নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছর পর সেই ট্যাটু মুছে ফেললেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর সমাজমাধ্যমের ছবি দেখে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন অনুরাগীরা।