দেখতে দেখতে শেষের মুখে ২০২৫। চলতি বছরই পজিটিভ সুরেই শেষ করলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। শুধু তাই নয়, এদিন ভারতের এই তারকা ক্রিকেটার একটি বিশেষ পোস্ট করেন ২০২৬ -কে স্বাগত জানিয়ে। 

এদিন বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর এবং অনুষ্কা শর্মার একটি ছবি পোস্ট করেন। জানান তিনি আগামী বছরটাও শুরু করবেন স্ত্রীকে পাশে নিয়েই। তাঁদের এই লাভি ডাভি পোস্ট দেখে মুগ্ধ ভক্তরা। পাওয়ার কাপল ঠিক কী লিখলেন তাঁদের নতুন পোস্টে? 

বিরাট কোহলি এদিন তাঁর ছবির ক্যাপশনে লেখেন '২০২৬ সালে পা রাখছি আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে।' এদিন তিনি সমাজমাধ্যমে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি গ্রে রঙের টিশার্ট এবং ক্রিম রঙের প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে অনুষ্কা শর্মা নীল জিন্সের সঙ্গে সাদা টপ পরেছিলেন। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিলেন। স্ত্রীর কাঁধে হাত রেখে ক্যামেরার জন্য হাসি মুখে পোজ দেন বিরাট কোহলি। বিরাটের অর্ধেক মুখে স্পাইডারম্যানের মুখোশ আঁকা ছিল ছবিতে। অন্যদিকে অনুষ্কার মুখে দেখা যায় প্রজাপতি আঁকা। 

প্রসঙ্গত, ২০২৫ সালটা বিরাট এবং অনুষ্কার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। এই বছর প্রথমবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফি জিতেছে। তাঁর এবং আরসিবির ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। তাঁর এই সমস্ত সিদ্ধান্তে পাশে ঢাল হয়ে থেকেছেন অনুষ্কা শর্মা। যদিও এখন বেশ ভাল ফর্মে রয়েছেন বিরাট। সদ্যই তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ওয়ান ডেতে ১২০ বলে ১৩৫ রাজ করেছেন। আর দ্বিতীয় তথা তাঁর ৫৩ তম ওয়ান ডে সেঞ্চুরিটি ৯০ বলে করেছেন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলা এখন কেবল সময়ের অপেক্ষা। 

অন্যদিকে অনুষ্কা শর্মাকে দর্শক শেষবার জিরো ছবিতে দেখেছেন। সেই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। মা হওয়ার পর তিনি আর কাজ করেননি। যদিও ঝুলন গোস্বামীর জীবনীর উপর বানানো চাকদা এক্সপ্রেস মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান তথা তাঁদের মেয়ে ভামিকার জন্ম হয়। ২০২৪ সালে ভূমিষ্ট হয় অকায়, তাঁদের ছেলে।