সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বিরাটের আবদারে 'ক্রিকেটার' জেনেলিয়া!
বহুদিন ছবির জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। পর্দায় তাঁকে ক্রিকেটারের চরিত্রে দেখার আবেদন জানালেন বিরাট কোহলি। সম্প্রতি, সমাজ মাধ্যমে ছড়িয়েছে বিরাটের পুরনো এক সাক্ষাৎকার। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "জেনেলিয়া বেশ সুন্দর। তাই বলি অভিনেত্রীদের মধ্যে তাঁকেই ক্রিকেটারের চরিত্রে দেখতে পছন্দ করব।"
আরাধ্যার জন্য মন খারাপ অভিষেকের?
প্রকাশ্যে অভিষেক বচ্চনের আগামী ছবি 'আই ওয়ান্ট টু টক'-এর ঝলক। এই ছবির সংলাপে পর্দার মেয়েকে অভিনেতা বলেন, 'আমি খুব কষ্ট পেয়েছি', জবাবে মেয়েও জানায়, সেও কষ্টে আছে। এই দৃশ্য সামনে আসতেই নেটিজেনরা মিল খুঁজে পেয়েছেন অভিনেতার বাস্তব জীবনের সঙ্গে। ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে জানা গিয়েছে, আরাধ্যা এখন মা ঐশ্বর্যর সঙ্গেই থাকেন। তাই মেয়েকে বহুদিন কাছে পান না অভিষেক। বাবার মনের কষ্টই যেন ফুটে উঠেছে অভিষেক অভিনীত ওই দৃশ্যে, এমনটাই দাবি নেটিজেনদের।
নাগা-শোভিতার বিয়ের চমক
৪ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। এবার পাত্রী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। দম্পতির বিয়ের সাজে থাকছে চোখ ধাঁধানো চমক। জানা যাচ্ছে, শোভিতা বিয়েতে পরছেন সোনার জরি বসানো কাঞ্জিভরম সিল্ক। সেই সঙ্গে পারিবারিক রীতি অনুযায়ী বিয়ের দিন সকালে পরবেন সোনালি পাড়ের সাদা শাড়ি। এদিন শোভিতার সঙ্গে মিল রেখে মানানসই পোশাকে দেখা যাবে নাগা চৈতন্যকেও।
