তারকা দম্পতি বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা সাধারণত নিজেদের খুব লো-প্রোফাইলে রাখেন। কিন্তু এবার তাঁরা খবরের শিরোনামে একেবারে অন্য কারণে। জানেন কি, নিউজিল্যান্ডের এক ক্যাফে থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছিল?
তাঁদের অপরাধ? আড্ডা বেশি লম্বা হয়ে গিয়েছিল!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে ক্রিকেটার জেমাইমাহ রদ্রিগেজ এই মজার কাহিনি ফাঁস করেন। তিনি জানান, একবার নিউজিল্যান্ড সফরে হোটেলের ক্যাফেতে বিরাট, অনুষ্কা, তিনিই আর স্মৃতি মন্দনা একসঙ্গে বসেছিলেন। প্রথমে আধঘণ্টা ক্রিকেট নিয়ে আলোচনা— “তোমাদের হাতে মহিলাদের ক্রিকেট পাল্টে দেওয়ার ক্ষমতা আছে,” বলেছিলেন বিরাট। এরপর কথাবার্তা ঘুরে যায় জীবন, অভিজ্ঞতা আর মনের খোলামেলা আড্ডায়। জেমিমাহর ভাষায়, “মনে হচ্ছিল অনেক দিন পর কয়েকজন পুরনো বন্ধু দেখা করে আড্ডা দিচ্ছে। আড্ডা এত জমাটি হচ্ছিল যে খেয়ালই করিনি সময় কীভাবে বয়ে যাচ্ছে! ”
এবং তার ফল কী হল? সেই ক্যাফের কর্মচারী এসে বিনীতভাবেই জানিয়ে দেন— চার ঘণ্টার আড্ডা হয়েছে! অনেক হয়েছে, এবার বাইরে বেরোনোর সময়!
২০১৩ সালে এক পণ্যের বিজ্ঞাপনের শুটিং সেটে আলাপ, তারপর চার বছরের প্রেম। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে সাতপাকে বাঁধা পড়েন বিরাট–অনুষ্কা। ২০২১-এ জন্ম নেয় তাঁদের কন্যা ভামিকা, আর চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছে পুত্র সন্তান আকায়।
