বহু বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। জুটি বাঁধছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের ১৫ বছরের বন্ধুত্বের ছায়া সব সময় দর্শক তাঁদের কাজে দেখতে পেয়েছেন। তাই বিক্রম-ঐন্দ্রিলার জুটিকে বরাবরই দারুণ ভালবাসা দিয়েছেন দর্শক মহল। 'ফাগুন বউ' ধারাবাহিকের পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে এবার ফের ছোটপর্দার হাত ধরে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা জুটি।
তবে নতুন কোনও ধারাবাহিক নয়, বরং নতুন এক রিয়্যালিটি শো-এর মঞ্চে জুটি বাঁধছেন তাঁরা। শো-এর নাম 'দশ দিনে দশ লাখ'। এই শো-এ সঞ্চালনা করতে দেখা যাবে তাঁদের। জি-এর নতুন চ্যানেল জি বাংলাসোনার-এ সম্প্রচারিত হবে এই নতুন রিয়্যালিটি শো-টি।

দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল দর্শকের মধ্যে। আজকের যুগে কনটেন্ট ভোগ করার পদ্ধতি যতই বদলাক, জি বাংলা মনে করিয়ে দিয়েছে যে টেলিভিশন এখনও দেশের সবচেয়ে শক্তিশালী গল্পকার, প্রতিদিন কোটি কোটি মানুষের কাছে তা পৌঁছয়।
আরও পড়ুন: 'রাজনন্দিনী'র আসল পরিচয় সামনে এল! 'আর্য' বিবাহিত জানার পরে কী করবে এবার 'অপর্ণা'?
দর্শক এখন প্ল্যাটফর্ম-ফ্লুইড হলেও, জি প্রতিটি পরিবর্তনে দ্রুত সাড়া দিয়ে যাচ্ছে। টিভি, ওটিটি এবং সোশ্যাল মিডিয়া-সব ক্ষেত্রেই এই চ্যানেলের কনটেন্ট, চরিত্র, ফরম্যাট ও গল্প সহজেই প্রবাহিত হচ্ছে। এই ধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই জি তার নতুন দুটি হাইব্রিড চ্যানেল জি বাংলা সোনার এবং জি পাওয়ার-এর আনুষ্ঠানিক ঘোষণা করল। জি বাংলাসোনার চ্যানেলটি আসার খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা হল।

একগুচ্ছ নতুন ধারাবাহিক থেকে রিয়্যালিটি শো নিয়ে আসছে এই চ্যানেলটি। বিক্রম-ঐন্দ্রিলার এই শো-এ থাকবে ভিন্ন ধরনের মজার খেলা। মূলত জুটির লড়াই দেখা যাবে এই রিয়্যালিটি শো-এ। জুটি হিসেবে দেখা যেতে পারে, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, দুই বন্ধু এমনকি অনস্ক্রিন জুটিকেও। টানা দশদিন ধরে চলবে এই খেলা। দশদিন পর যে জুটি সমস্ত খেলায় জিতে সেরার সেরা হবে, তাঁরা পেয়ে যাবেন দশ লক্ষ টাকা।
সম্পূর্ণ নতুন ধরনের গেম শো-এ ঐন্দ্রিলার সঙ্গে আবার জুটিতে, কেমন লাগছে? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "আমরা এত বছর ধরে একে অপরকে চিনি। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ঐন্দ্রিলা। ওর সঙ্গে আবার কাজ করতে পারায়, সত্যিই খুব ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে এটা ভেবে যে, এতদিন দর্শক আমাদের কোনও না কোনও চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এই প্রথমবার আমরা একসঙ্গে জুটি বাঁধছি নিজেদের মতো করেই। এতে আমাদের বন্ডিংটা আরও উপভোগ করতে পারবেন দর্শক। তাছাড়া বাংলায় এমন ফরম্যাটের রিয়্যালিটি শো আগে হয়নি। দর্শকের মনোরঞ্জনের জন্য এটা একটা দারুণ কিছু হতে চলেছে বলে আশা করছি।"
প্রসঙ্গত, জি বাংলাসোনার-এর প্রোগ্রামিং লাইনআপে থাকছে তিনটি ফিকশন শো-'বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম', 'শ্রীমান ভগবান দাস' এবং 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'। পাশাপাশি থাকছে চারটি নন-ফিকশন শো '১০ দিনে ১০ লাখ' ছাড়াও থাকছে 'সোনার জলসাঘর', 'আক্কেল গুডুম' এবং একটি সঙ্গীতভিত্তিক ভোরের শো 'সোনার সকাল'। জি বাংলা সোনার-এর রয়েছে দুর্দান্ত সিনেমার সংগ্রহশালা, যেখানে প্রতিদিন সম্প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র। এছাড়াও, এই চ্যানেল বাংলা ব্লকবাস্টার সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে দর্শককে।
