পর্দায় আসতে চলেছে চন্দ্রাশিস রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির নতুন ছবি 'বিজয়নগরের হীরে'। সন্তুকে সঙ্গে নিয়ে আবারও নতুন অভিযানে যাবেন কাকাবাবু। ছবির ঘোষণা, শুভ মহরত, দুই-ই বছরের গোড়ার দিকে হয়েছিল। তারপর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল। অবশেষে প্রকাশ্যে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে' ছবির মুক্তির দিন।
এর আগে 'কাকাবাবু' সিরিজের একাধিক ছবি মুক্তি পেয়েছে, দর্শকদের থেকে দারুণ সাড়াও পেয়েছিল এই ছবিগুলো। 'মিশর রহস্য' -এর হাত ধরে ২০১৩ সালে সফর শুরু হয় 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির। এরপর 'ইয়েতি অভিযান' এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পেয়েছে। তিনটি ছবিরই পরিচালক ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে এবার বদলে গিয়েছেন পরিচালক। ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছেন চন্দ্রাশিস রায়।
কানাঘুষোয় শোনা যাচ্ছিল শীতের ছুটিতে নাকি মুক্তি পাবে 'বিজয়নগরের হীরে'। তবে এদিন এসভিএফের তরফে ছবির নতুন পোস্টার এবং মুক্তির দিন প্রকাশ্যে আনা হল। শীতেই আসছে 'বিজয়নগরের হীরে'। তবে বড়দিনে নয়। বরং নেতাজি জন্মজয়ন্তীর দিন মুক্তি পাবে এটি। ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'বিজয়নগরের হীরে'। ফলে শীতের ছুটিতে 'লহ গৌরাঙ্গের নাম রে', 'প্রজাপতি ২', এবং 'মিতিন মাসী'র সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হচ্ছে না প্রসেনজিতের এই ছবি। বরং 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর সঙ্গে বড়পর্দায় টক্কর জমবে এই ছবির।
'নিরন্তর' ছবির পর আবারও 'বিজয়নগরের হীরে' ছবিতে জুটি বাঁধল পরিচালক-অভিনেতা জুটি, চন্দ্রাশিস এবং প্রসেনজিৎ। কাকাবাবু হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো থাকছেনই, সঙ্গে সন্তু হিসেবে আবারও দেখা মিলবে আরিয়ান ভৌমিকের। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পে কাকাবাবু এবং সন্তু ছাড়াও অভিযানে সঙ্গী হবে জোজো, রিঙ্কু এবং রঞ্জন।
এদিন প্রযোজনা সংস্থার তরফে ছবির মুক্তির দিন প্রকাশ্যে এনে জানানো হয়, 'কাকাবাবুর নতুন অভিযান, হীরের খোঁজে গন্তব্য এবার বিজয়নগর। ২৩ শে জানুয়ারি দেখা হচ্ছে বড়পর্দায়।' তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এসভিএফের পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে এনআইডিয়াজ অ্যান্ড ক্রিয়েশনস।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দর্শকরা শেষবার দেবী চৌধুরাণী ছবিতে দেখেছেন। শুভ্রজিৎ মিত্র পরিচালিত সেই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় ধরা দিয়েছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে নাম ভূমিকায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বক্স অফিসে বেশ ভাল সাড়া পেয়েছিল এই ছবিটি।
