সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নতুন শুরু বিজয়ের
বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের। দু'জনেই তাঁদের প্রেম থেকে বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। এদিকে তামান্নার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস ঘুরতেই 'নতুন শুরু'র ইঙ্গিত দিলেন বিজয়। সমাজমাধ্যমে অভিনেতা ভাগ করেছেন ফুল ও হাতে লেখা একটি নোটের ছবি। যা তিনি পরিচালক হংসল মেহতার পক্ষ থেকে পেয়েছেন। কারণ, পরিচালকের আগামী ছবিতে অভিনয় করবেন বিজয়। এই ছবি ভাগ করেই তিনি লিখেছেন 'নতুন শুরু'।
ফের বড়পর্দায় 'উমরাও জান'
রেখার কাল্ট ক্লাসিক 'উমরাও জান' আবারও মুক্তি পাচ্ছে বড়পর্দায় ৷ মুজাফফর আলি পরিচালিত ১৯৮১ সালের ছবি 'উমরাও জান' আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আরও একবার বড়পর্দায় রেখার এভারগ্রিন বিউটি দেখার সুযোগ পাবেন দর্শক। আগামী ২৭ জুন মুক্তি পাচ্ছে ছবিটি।
গুরুতর চোট সুরভীনের
সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস: এ ফ্যামিলি ম্যাটার’। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুরভীন চাওলা। জানা যাচ্ছে, এর প্রচারেই পিঠে চোট পেয়েছেন অভিনেত্রী। যার ফলে আপাতত ওয়েব সিরিজ়ের প্রচারের থেকে বিরত থাকতে হবে তাঁকে। পিঠে চোটের কারণে অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে কী ভাবে চোট পেলেন, তা নিয়ে সুরভীন বা তাঁর সহকারী দল থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। নির্দিষ্ট সময় বিশ্রামের পরেই ফের তিনি কাজে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।
