বলিউড অভিনেতা বিদ্যুৎ জামালকে এবার একেবারে ভিন্ন রূপে দেখা গেল। যে খবর নিয়ে এত দিন ধরে ফিসফাস চলছিল, অবশেষে সেটাই সত্যি হল। ভরপুর অ্যাকশনে মোড়া ছবি 'স্ট্রিট ফাইটার' আসছে বড়পর্দায়, আর তাতে যোগ গুরু ‘মাস্টার ধালসিম’-এর চরিত্রে অভিনয় করছেন বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ।

 


প্যারামাউন্ট পিকচার্স-এর পক্ষ থেকে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। আর সেই পোস্টার দেখেই সবার চোখ কপালে! কারণ, এই চরিত্রের জন্য বিদ্যুৎ জামওয়াল পুরো মাথা কামিয়েছেন! চুলবিহীন এই লুকে তাঁকে যেন চেনাই যাচ্ছে না। এই নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। নেটমাধ্যম জুড়ে এখন শুধু বিদ্যুৎ-এর নতুন লুক নিয়েই আলোচনা চলছে।


অ্যাকশন হিরো বিদ্যুৎ জামাল যে এই রোলটা করবেন, সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু তিনি যে চরিত্রের জন্য এমন লুক নেবেন, সেটা কেউ ভাবেনি। চরিত্রের প্রতি বিদ্যুতের এই ডেডিকেশন দেখে সবাই খুব খুশি। তাঁর অনুরাগীরা বলছেন, এই লুক দেখে মনে হচ্ছে যেন এই ছবি অভিনেতার কেরিয়ারে মাইলস্টোন তৈরি করবে।

 


বাস্তবেও মার্শাল আর্টে মাস্টার বিদ্যুৎ ৷ তাঁর সোশাল মিডিয়া দেখলে বোঝাই যায় তিনি নিজেকে কতটা ফিট রেখেছেন। তাঁর নিয়মানুবর্তিতা সত্যিই প্রশংসনীয়। তাই অভিনেতার হলিউড যাত্রার খবর পেয়ে আগেই প্রশংসা করেছিলেন অনুরাগীরা। এবার প্রিয় তারকার লুক দেখে তো চর্চা থামছেই না। 

 

 

এই হলিউড ছবিতে শুধু বিদ্যুৎ নন, আরও অনেক আন্তর্জাতিক তারকাকে দেখা যাবে। যেমন— 'রিউ'-এর চরিত্রে অ্যান্ড্রু কোজি এবং 'কেন মাস্টার্স'-এর চরিত্রে নোয়াহ সেন্টিনিও। এছাড়াও ডেভিড ডাস্টমালচিয়ান, জেসন মোমোয়া (ব্ল্যাঙ্কা) এবং কোডি রোডসের (গাইল) মতো তারকারাও থাকছেন।

 


ছবিটির গল্প ১৯৯৩ সালের একটি ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্টকে ঘিরে। যেখানে পৃথিবীর সব সেরা যোদ্ধারা একে অপরের সঙ্গে লড়বে। তবে এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট ষড়যন্ত্র। জাপানের বিখ্যাত পরিচালক কিতো সাকুরাই এই ছবিটির পরিচালনা করেছেন।

 

বিদ্যুৎ জামালের অনুরাগীরা এই পোস্টার দেখে দারুণ এক্সাইটেড। সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টে তাঁরা মন্তব্য করে বলছেন, 'ভারতীয় একজন তারকাকে বিশ্বমঞ্চে ধালসিম-এর মতো এত বড় চরিত্রে দেখতে পাওয়াটা গর্বের ব্যাপার!" অ্যাকশন দৃশ্যে জামাল এবার কী কামাল করেন, সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন দর্শক।