নিজস্ব সংবাদদাতা: বাংলা ও বাঙালির প্রতি বিদ্যা বালনের টানের কথা সর্বজনবিদিত।  বাংলা ছবি 'ভাল থেকো'তে অভিনয়ের মাধ্যমেই বড়পর্দায় পথ চলা শুরু বিদ্যার। বাংলাটাও ভাঙা ভাঙা বললেও তা দিব্যি চলনসই। অবশ্য শুনে বুঝতে পারেন সবটুকুই। তবে 'ভুল ভুলাইয়া'র অভিনেত্রী যে আস্ত বাংলা কবিতা গড়গড় করে আবৃত্তি করে দিতে পারেন, একথা জানা ছিল না প্রায় কারওরই। আর  তাও আবার যে সে কবিতা নয়। সুকুমার রায়ের 'আবোল তাবোল' বইয়ের বিখ্যাত কবিতা 'সৎপাত্র'! 


সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালন। সেখানে বিদ্যার সঙ্গে জমাটি আড্ডা মারতে দেখা যাচ্ছে  রাজেশ শর্মাকে। বিদ্যার সঙ্গে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বাংলার এই জনপ্রিয় অভিনেতাকে। সেই ঘরোয়া আড্ডার মাঝে বিদ্যার মুখ থেকে বাংলা কবিতা শুনতে চান রাজেশ। আরও ভাল করে বললে, সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি শুনতে চান। সঙ্গে সঙ্গে বিদ্যা হাসতে হাসতে জানিয়ে দেন, কবিতাটি অনেক দিন আগে তাঁকে শিখিয়েছিলেন রাজেশ শর্মাই। ভিডিওতে যদিও রাজেশ ভুল করে কবিতার নাম বলে ফেলেন 'সুপাত্র', তবে তা যে কেবলই স্মৃতিশক্তির ভুল, তা স্পষ্ট হয়ে যায় কবিতা শুরু হতেই। এক লহমায় বোঝা যায় এই কবিতা সুকুমার রায়ের সেই চিরপরিচিত 'সৎপাত্র'।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vidya Balan (@balanvidya)