নিজস্ব সংবাদদাতা: ফের বিনোদন জগতের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে সকলে ‘মিঠু দা’ নামেই ডাকতেন তাঁকে। একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে কাজ করেছেন তিনি। অপর্ণা সেনের 'গয়নার বাক্স', কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র'র মতো ছবিতে কাজ করেছেন। মিষ্টভাষী এক বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া। গিল্ডের সদস্য ছিলেন 'মিঠুদা'। গিল্ডের তরফ থেকে তাঁর ভাইয়ের কাছে শোকবার্তা পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, ৩০ এপ্রিল সন্ধেতে আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়েছিল তাঁর। বহুদিন ধরেই নাকি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮২ বছর। কলকাতার কালিকাপুরের এক হাউজিংয়ে ভাড়া থাকতেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় হরিদাসের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।
অভিনেতার প্রয়াণে মন খারাপ অভিনেত্রী শ্রুতি দাসের। জি বাংলার 'ত্রিনয়নী' ধারাবাহিকে শ্রুতির দাদুর ভূমিকায় অভিনয় করেছিলেন হরিদাস চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে শুটিংয়ের একটি ছবি ভাগ করে শ্রুতি লেখেন, 'এরপর আর দেখা হয়নি। আর হবেও না..মিঠুদাদু'।
