অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’ ফের গিয়ার বদলাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘ফোর্স ৩’-এর কাস্টিং প্রায় চূড়ান্ত। সূত্রের খবর, জন আব্রাহামের বিপরীতে ছবির প্রধান নায়িকা হিসেবে সই করেছেন বেদিকা পিন্টো। অ্যাকশনপ্রধান এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়ে ফের মুখ্যভূমিকায় দেখা যাবে জনকেই।

 

‘অপারেশন রোমিও’ দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বেদিকা পিন্টো। সম্প্রতি অনুরাগ কাশ্যপের ছবি ‘নিশাঞ্চি’-তে তাঁর অভিনয় যথেষ্ট নজর কেড়েছে। এবার সেই অভিজ্ঞতাকেই পুঁজি করে ‘ফোর্স ৩’-তে তাঁর বড় ব্রেক। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিতে জন আব্রাহামের চরিত্রের বিপরীতে থাকছেন বেদিকা-ই। যদিও এই বিষয়ে বেদিকা কোনও মন্তব্য করেনি।

 

 


২০১১ সালে শুরু হওয়া ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে ছিল জন আব্রাহামের অভিনীত এএসিপি যশবর্ধন সিং। নিশিকান্ত কামাত পরিচালিত প্রথম ছবিটি বক্স অফিসে ধীরে ধীরে সাফল্য পায় এবং স্লিপার হিটে পরিণত হয়। সেই সাফল্যের রেশ ধরেই আসে ‘ফোর্স ২’। এবার তৃতীয় কিস্তিতে ফের একই চরিত্র ও একই অ্যাকশন দুনিয়াকে আরও বড় আকারে ফিরিয়ে আনার পরিকল্পনা। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছবির জন্য ফ্র্যাঞ্চাইজির স্বত্ব ফের নিজেই কিনে নিয়েছেন জন আব্রাহাম। পরিচালনার দায়িত্বে রয়েছেন ভাব ধুলিয়া।

 


প্রসঙ্গত, জন ইতিমধ্যেই বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’-এর রাইটস কিনে নিয়েছেন। এবার তিনি চেয়েছেন গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে—যেখানে থাকবে দেশের সঙ্গে যুক্ত এক সম্পর্কিত ও শক্তিশালী দ্বন্দ্ব। এই ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকে জড়িত জন, তাই স্বভাবতই 'ফোর্স ৩' নিয়ে যারপরনাই স্পর্শকাতর জন। তাই তিনি নিজেই পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

 

এই কাস্টিং চূড়ান্ত হওয়ার আগে নাকি ছবির প্রধান নায়িকার চরিত্রের জন্য আলোচনা চলছিল মীণাক্ষী চৌধুরীর সঙ্গে। তবে শেষমেশ তিনি জন আব্রাহামের ছবি ছেড়ে অক্ষয় কুমারের সঙ্গে একটি প্রজেক্টে অগ্রাধিকার দেন। তার জায়গাতেই ফাঁকা জায়গা পূরণ করলেনবেদিকা পিন্টো।

 

‘ফোর্স ৩’-তে শুধু জন ও বেদিকা নন, থাকছেন হর্ষবর্ধন রানে-ও। সম্প্রতি ‘এক দেওয়ানে কি দেওয়ানিয়াত’-এ দর্শকের ভালবাসা পাওয়ার পরই তাঁকে ছবির জন্য নির্বাচিত করা হয়। ইনস্টাগ্রামে এক পোস্টে হর্ষবর্ধন নিজেই জানান, জন আব্রাহাম তাঁকে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেছে নিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতার মন্তব্য, এই মুহূর্তে তিনি শুধু জন ‘স্যার’-কে ধন্যবাদ জানাতে চান এবং ২০২৬ সালের মার্চে শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন।

 

সব মিলিয়ে, নতুন নায়িকা, শক্তিশালী কাস্ট আর পরিচিত অ্যাকশনের ছাঁচ ‘ফোর্স ৩’ ইতিমধ্যেই বলিউডের চর্চায় উঠে এসেছে। জন আব্রাহামের নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজি আদৌ আগের দু’কিস্তির সাফল্য ছাড়িয়ে যেতে পারে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তবে প্রস্তুতির গতিপ্রকৃতি দেখে একথা বলাই যায়, অ্যাকশনের ময়দানে ফের বড় ঝড় তুলতে তৈরি ‘ফোর্স’।