সংবাদসংস্থা মুম্বই: চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। এখন মেয়েকে ঘিরেই বরুণের গোটা দুনিয়া।
সম্প্রতি, অমিতাভ বচ্চনের সঞ্চালিত শো 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-তে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বরুণ। জানান, মেয়ের নাম রেখেছেন লারা ধাওয়ান। তিনি আরও বলেন, মেয়েকে ঘুম পাড়াতে গানও গান। মেয়ের সঙ্গে কাটানো ছোট ছোট মুহুর্তগুলো উপভোগ করেন তিনি। কাজের জন্য বাড়ির বাইরে বেরোলে মন পড়ে থাকে মেয়ের কাছেই। একরত্তিকে নিয়ে এখন থেকেই চিন্তায় থাকেন বরুণ।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমার মনে হয় যখন কোনও নারী বা পুরুষ যখন বাবা-মা হন, তাঁদের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। মেয়েরা মা হলে যেন বাঘিনীর রূপ ধারণ করেন। অন্যদিকে ছেলেদের অনুভূতি প্রকাশ্যে আসেনা। কিন্তু তাঁদের সন্তানের প্রতি আবেগ দেখলেই বোঝা যায় তাঁর মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আমার মেয়ের যদি যদি কেউ এতটুকু ক্ষতি করে তবে আমি তাঁকে মেরেই ফেলব। বাবা হওয়ার দায়িত্বের সঙ্গে মেয়ের ভাল মন্দের দিকটাও আমিই মাথায় রাখব।"
প্রসঙ্গত, ৭ নভেম্বর 'অ্যামাজন প্রাইম ভিডিও'তে মুক্তি পেয়েছে 'সিটাডেল: হানি বানি'। ছবিতে সামান্থা রুথ প্রভুর সঙ্গে জুটিতে দারুণ প্রশংসিত হয়েছেন বরুণ। আগামিতে তাঁকে অ্যাকশন থ্রিলার ছবি 'বেবি জনে' দেখা যাবে। চলতি বছর ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
