শীত আসার আগে, শীতের খোঁজ চলছিল পুরোদমে। শীত এসেওছিল। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। বঙ্গে জানুয়ারির শুরুতে হাড় কাঁপিয়ে শীত বিদায়ের পথ ধরেছে জানুয়ারির শেষেই।
2
7
শীতের দাপট দূরের কথগা, হালকা আমেজ এখন কেবল। তাও সকাল এবং সন্ধের দিকে। বেলা বাড়লেই, গরম ভাব।
3
7
উত্তর-পূর্ব বিহারের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের কারণেই এই রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রার পারদ বাড়ছে, হাওয়া অফিস তেমনটাই জানাচ্ছে।
4
7
শুক্রবার সকাল থেকে খাস কলকাতার আকাশ মেঘলা। যদিও বেলা বাড়ার পর কিছুটা পরিষ্কার আকাশ শহরের। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে।
5
7
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার মোড়ক থাকবে।
6
7
কুয়াশা জানুয়ারির শেষেও ভাল ব্যাটিং করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে সব জেলায়।