পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে, নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। বাণী কাপুরের বিপরীতে তাঁকে দেখা যাবে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরতি বাগদী। ২০২৫ সালের ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবির মুক্তির আগেই তা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে  হওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ সরাসরি পড়েছিল এই ছবির মুক্তির উপর। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন নিরীহ মানুষ, আহত বহু। গোটা দেশ যেখানে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছিলেন—এই অবস্থায় কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত? এই প্রশ্নের সঙ্গে অনেকেই যোগ করেছিলেন, “পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত, তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেওয়াটাই ভুল।” তবে সব বাধা কাটিয়ে শেষমেশ মুক্তি পাচ্ছে এই ছবি। 

 

 

‘আবির গুলাল’-এর নির্মাতাদের তরফে জানানো হয়েছে, চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি। আৰু ভাল করে বললে, ২৯ আগস্ট। তবে দেশজুড়ে এই তারিখে ‘আবির গুলাল’ মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে না এই ছবি। বলাই বাহুল্য, নির্মাতাদের এই সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে রয়েছে  জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে  হওয়া ভয়াবহ জঙ্গি হামলার দৌলতে ভারত-পাকিস্তানের বর্তমানের কূটনৈতিক সম্পর্কের অবনমন।  

 

আরও পড়ুন: বিখ্যাত হলিউড রিমেক থেকে আচমকা কেন সরে দাঁড়ালেন দীপিকা? ৫০০০ স্ক্রিন জুড়ে শুরু হবে ‘ওয়ার’!

ফাওয়াদ খান শেষবার হিন্দি সিনেমায় দেখা গিয়েছিলেন করণ জোহরের এ দিল হ্যায় মুশকিল-এ, আর বাণী কাপুরের হাতে তখনও একাধিক ছবি। এবার এই দুই তারকা একই ফ্রেমে—যা একদিকে নস্টালজিয়া, অন্যদিকে নতুন কেমিস্ট্রির হাওয়া। প্রযোজনা সংস্থার তরফে  এখনও ছবির গল্প গোপন রেখেছে। তবে শোনা যাচ্ছে, এটি এক আবেগঘন প্রেমকাহিনি, যেখানে দেশ–বিদেশ মিলিয়ে শুটিং হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণীর ঝলমলে স্ক্রিন–প্রেজেন্স আর ফাওয়াদের ইন্টেন্স অভিনয়—দুই মিলে দর্শককে এক অন্য জগতে নিয়ে যাবে।

 

আরও পড়ুন: ভাইকে ‘ওষুধ খাইয়ে, পাগল বানিয়ে’ সত্যিই ঘরবন্ধ করে রাখতেন আমির? বিবৃতি দিয়ে বড় ঘোষণা খান পরিবারের

 

 

ফিল্ম ঘোষণা হতেই টুইটার, ইনস্টাগ্রাম ভরে গেছে ‘ফাওয়ানি’ হ্যাশট্যাগে। ফ্যানরা লিখছেন—“যাক, শেষমেশ অপেক্ষার অবসান!”, “বলিউড তার পুরনো ছন্দে ফিরছে”। অনেকে তো ফিল্মের মিউজিকের জন্যও বাজি ধরছেন—এটি নাকি হতে চলেছে বছর–সেরা অ্যালবাম।সব মিলিয়ে, বাণী কাপুর ও ফাওয়াদ খানের এই অনস্ক্রিন কামব্যাক যে বলিউডে ফের প্রেমের হাওয়া বইয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।

 

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি অমেয় খোপকর ঘোষণা করেছিলেন— “আমরা ‘আবির গুলাল’ মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। যারা পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কাজ করতে চায়, তাদের আমাদের মুখোমুখি হতে হবে।”  প্রসঙ্গত, এর আগে উরি হামলার পরও পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই আবহেই এবার আবার প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান।

 

এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ ও বাণীই নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও। তবে এখনও নেটপাড়ার একাংশের অনুমান—‘আবির গুলাল’-এর মুক্তি কোনওভাবেই সহজ হবে না।