নিজস্ব সংবাদদাতা: কখনও গাছে উপর, তো কখনও পুকুর পাড়ে, কালো শাড়ি পড়ে খোলা চুলে মুখ ঢেকে দিনের আলোতেই অশরীরি রূপে ধরা দিলেন ঊষসী চক্রবর্তী। কিন্তু কেন এমন ভয় ধরানো বেশে হাজির হলেন তিনি? শুধুই কি রিলের জন্য? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সে রহস্য না ভেঙেই অবশ্য অভিনেত্রী দিলেন ইঙ্গিত।

 

সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া রিলে নিজেকে 'শাকচুন্নি' বলেছেন ঊষসী। কালো শাড়ি, ঘেঁটে যাওয়া লাল টিপে যেন সত্যিই ভয় ছড়ালেন তিনি। নিছক মজার ছলেই 'শাকচুন্নি' হয়ে উঠেছেন তিনি। এবং ওই ভিডিও জুড়ে তাঁর মজার সংলাপও নজর কেড়েছে নেটিজেনদের।

 

ভিডিও দেখে প্রাথমিকভাবে তাঁর নতুন কাজ শুরুর ইঙ্গিত মনে হলেও তা একেবারেই নয়। নিজেই হ্যাশট্যাগের মাধ্যমে বুঝিয়ে দিলেন কাজের ফাঁকে অনুরাগীদের সঙ্গে একটু মশকরা করেছেন তিনি। 

 

এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই'-এ দেখা যাচ্ছে ঊষসীকে। 'গরিমা'র মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এবারও খল নায়িকার চরিত্রেই দর্শকের মন জয় করেছেন ঊষসী। এদিকে, সমাজমাধ্যমে নিত্যনতুন সাজে তাঁকে দেখে প্রায় রোজই কৌতূহল জাগে নেটিজেনদের মনে।