সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে সমাজমাধ্যম তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। তিনি উরফি জাভেদ। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। 

 


নানা বিষয়ে তাঁর মন্তব্যও নজর কাড়ে নেটিজেনদের। এবার একেবারে অনুরাগীদের চমকে দিলেন তিনি। বাগদান সারলেন উরফি! কার সঙ্গে বিয়ের পিঁড়িতে তিনি? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বাগদানের ছবি। কিন্তু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে চিনতে পারেননি নেটিজেনরা। ওই ছবির মন্তব্যে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার মনে করছেন নতুন কোনও শোয়ের প্রচারের মূহূর্ত এটি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি উরফিকে।

 


প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে নিজের বিয়ের দিন ঠিক কীভাবে সাজবেন উরফি, তা নিয়ে কথা বলেন। তাঁর কথায়, "বিয়ের পোশাক নিয়ে এখনও কিছু ভাবিনি। তার মানে এই নয় যে বিয়েতে কিছুই পরব না। খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। ঠিক যেমন সোনাক্ষী-জাহিরের হয়েছিল। তাঁদের মতোই পরিবারের সকলকে সাক্ষী রেখে শুভ কাজ সম্পন্ন করতে চাই।"

 

 

তিনি এও জানিয়েছিলেন, স্বাধীনতায় বিশ্বাসী উরফি নাকি স্বধর্মের কোনও পুরুষকে বিয়ে করবেন না। তাঁর যুক্তি, "আমার মা খুবই ধার্মিক। কিন্তু আমাদের উপর জোর করে কোনও ধর্মীয় ভাবনা চাপিয়ে দেননি।" পাশাপাশি, নিজের ধর্ম প্রতি পদক্ষেপে তাঁর সঙ্গে এতটাই বিরোধিতা করেছে যে তিনি আস্থা হারিয়েছেন। শান্তি খুঁজছেন গীতায়।