নিজস্ব সংবাদদাতা: হইচই’ ওয়ার্ল্ড ক্লাসিক বিভাগ নিয়ে আসছে 'তালমার রোমিও জুলিয়েট'। নতুন এই ওয়েব সিরিজ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। এই গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ গড়াই। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। ও ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য্য। আবারও একবার শেক্সপিয়ারের গল্প নিয়ে কাজ করছেন অনির্বাণ। 

 

 

 

 

রোমিও এবং জুলিয়েট হিসেবে দেখা যাচ্ছে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। দেবদত্তকে দর্শক আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ দেখেছেন 'মণিরুল'-এর চরিত্রে। এছাড়াও 'বিজয়া'য় অভিনয় করে ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে, জুলিয়েটের চরিত্রে থাকছেন নতুন মুখ হিয়া রায়। এর আগে 'হইচই'-এর সিরিজ 'জাতিস্মর'-এ দর্শক দেখেছিলেন তাঁকে। এছাড়াও কিছু ধারাবাহিক ও সিরিজেও কাজ করেছেন হিয়া। তবে বলা যায় হিয়ার প্রথম বড় ব্রেক হতে চলেছে জুলিয়েটের চরিত্রে। 

 

 

 

 

সম্প্রতি, সামনে এসেছে সিরিজের টিজার। দেবদত্ত যেন যেন পুরদস্তুর প্রেমিক। চোখেমুখে হালকা রোয়াব। এদিকে হিয়ার মিষ্টি মুখের আড়ালে দুষ্টুমির আভাসও বেশ পাওয়া যাচ্ছে। টিজারের শেষে চমক হিসাবে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্যকে। একেবারে নজরকাড়া লুকে ধরা দিলেন তিনি।

 

 

 

আর টিজারের ক্যাপশনে লেখা, 'পড়বে সিটি, বাজবে তালি – থাকছে বন্দুক, চুমু, আর সঙ্গে কিছু গালি! এবার পালা ফুলটু এন্টারটেইনমেন্টের!' এই সিরিজে অনির্বাণ, দেবদত্ত, হিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ, বুদ্ধদেব দাস।