নিজস্ব সংবাদদাতা: প্রথম দিকে টিআরপিতে ভাল ফল করলেও এখন আর সেভাবে নম্বর তুলতে পারছে না 'মিত্তির বাড়ি'। স্টার জলসার এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরি। টিআরপিতে জায়গা ধরে রাখতে না পারলেও দর্শকের মনে জায়গা পেয়েছেন তাঁরা। 

 

ধারাবাহিকের গল্পে আসছে নিত্যনতুন মোড়। কিছুদিন আগেই দেখা গিয়েছিল জোনাকিকে তার বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছে ধ্রুব। গল্পের নতুন মোড়ে দেখা যাবে ধ্রুবর সঙ্গে ঘুরতে বেরিয়েছে জোনাকি। সেখানে হঠাৎ গুন্ডারা তুলে নিয়ে যায় তাকে। ধ্রুব মারপিট করেও গুন্ডাদের হাত থেকে জোনাকিকে বাঁচাতে পারে না। কিন্তু অবশেষে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে ধ্রুব। 

 

কিন্তু কে ছিল এই চক্রান্তের পিছনে? এই উত্তর জানতে মরিয়া হয়ে ওঠে ধ্রুব-জোনাকি। ঠিক করে ছদ্মবেশে অপরাধীকে পাকড়াও করবে। সেই মতো 'পুষ্পা-শ্রীবল্লি'র সাজে সেজে ওঠে তারা। রাতে পানশালায় গিয়ে ওই বেশে নাচতেও দেখা যায় তাদের। এর মধ্যেই হাতের নাগালে আসে অপরাধী। কিন্তু তাকে চিনতে পারবে কি ধ্রুব-জোনাকি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 

কিন্তু 'পুষ্পা-শ্রীবল্লি'র বেশে আদৃত-পারিজাতকে দেখে নেটিজেনদের কটাক্ষ ভেসে এসেছে। কেউ কেউ 'সস্তার আল্লু অর্জুন' বলেও কটাক্ষের তির ছুঁড়েছেন আদৃতের দিকে। যদিও বরাবরের মতোই কুমন্তব্যের জবাব দিতে দেখা যায়নি অভিনেতাকে।