নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় দর্শকের মন জয় করেছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা। 

 

গল্পে বসু পরিবারের ভাঙন আটকাতে অসহায় অঞ্জন বাবু। কেউ না থাকলেও তাঁর পাশে এসে দাঁড়ায় নীলা। মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। কিন্তু বিপদের মুখে পড়ে সেও। দীপ্তেশ আর নীলাকে আলাদা করতে সৌমিলী উঠে পড়ে লেগেছে। কিন্তু দু'জনের একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসায় সব বাধা পেরোয় তারা। এদিকে, ফের কঠিন পরিস্থিতির মুখে পড়ে নীলা। 

 

সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের প্রোমোয় দেখা যাচ্ছে, পরিবারকে বাঁচাতে গিয়ে বিপাকে নীলা। পরিবারে আসা সন্দেহজনক মহিলার আসল পরিচয় জানার চেষ্টা করে সে। কিন্তু হঠাৎ নিজেই জড়িয়ে যায় জটিল চক্রান্তে। বাড়িতে ঢুকে ডাকাতির অপবাদে কারাবন্দি হয় সে। নিজের উপর আসা মিথ্যে অপবাদ কীভাবে ঘোচাবে নীলা? এই কঠিন সময়ে তার পাশে থাকবে কি দীপু? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।