নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এর হাত ধরে ছোটপর্দার নায়িকা হয়ে ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। বিপরীতে সুস্মিত মুখোপাধ্যায়।
গল্পে ঊষসীর চরিত্রে নাম 'শুভলক্ষ্মী'। নদীয়ার মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। এদিকে নিউ ইয়র্কে একা এসে সে পড়ে মহা বিপদে। কিন্তু তার পাশে এসে দাঁড়ায় 'আদৃত' ওরফে সুস্মিত। ঘটনাচক্রে তাদের বাড়িতেই গন্তব্য শুভলক্ষ্মীর। বিদেশি আদব কায়দা দেখে চোখ ছানাবড়া তার। নিজেকে মানিয়ে নিতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছে সে। নদীয়ায় নিজের হাতে মশলা বানিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে সে। কিন্তু বিদেশের মাটিতে কীভাবে করবে সবার মন জয়?
এদিকে আদৃতের বিয়ে ঠিক হলেও তার মন পড়ে থাকে শুভলক্ষ্মীর কাছেই। তাই আর দেরি না করে মনের কথা তাকে জানিয়ে দেয় আদৃত। তার ভালবাসায় সাড়া দেয় শুভলক্ষ্মীও। নদিয়ায় গিয়ে তাকে বিয়ে করে নিউ ইয়র্ক আসে আদৃত। কিন্তু বাড়ির অমতে বিয়ে করায় শুভকে মেনে নেয় না কেউ। এদিকে, আদৃতের সঙ্গে সময় কাটাতে বাইরে ঘুরতে যায় শুভ। সেখানে সরবত ভেবে মদ্যপান করে ফেলে শুভ। বেসামাল হয়ে রাস্তায় ছুটে বেড়ায় সে। এবার কী করে শুভকে সামলাবে আদৃত? বাড়ির লোকের কাছেই বা কী জবাব দেবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
