নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে বরাবরই ভাল ফল করে স্টার জলসার 'শুভ বিবাহ'। শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। জীবনে ভালবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলছে এই মেগা। সুধা ও তেজের সম্পর্কের রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠছে। 

 


একে অন্যের পাশে থাকার কথাই কেবল দেয়নি তারা, সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করছে। একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবিলা করছে তেজ-সুধা। কিছুদিন আগেই সুধার প্রাক্তন স্বামী সার্থক, তাদের সম্পর্কে ভাঙন ধরাতে উঠেপড়ে লেগেছিল। যদিও সেই চেষ্টা বিফলেই গিয়েছে তার। 

 

 

এবার আরও একবার বিপদ ঘনিয়ে এল বসু মল্লিক পরিবারে। পরিবারের ঐতিহ্যবাহী লক্ষ্মী দেবীর মূর্তির দিকে নজর পড়ে ডাকাত দলের। তেজকে অত্যাচার করে তারা ওই মূর্তির খোঁজ পাওয়ার জন্য। এদিকে, সন্তানসম্ভবা সুধা এসে দাঁড়ায় তাদের সামনে একে একে ডাকাতদের ধরাশায়ী করে। এরপর বাড়ি ফিরে আঁচল সরিয়ে বের করে লক্ষ্মী মূর্তি। যা সে এতক্ষণ নিজের সন্তানের মতো আগলে রেখেছিল এবং ডাকাতদের ভুল বুঝিয়েছিল। এরপর সুধার হাতেই সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দিতে চায় ঠাম্মি। কিন্তু এত সুখের মাঝেও ইমন নতুন চক্রান্তের ছক কষতে থাকে! এরপর কী হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।