নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'গৃহপ্রবেশ' টিআরপিতে প্রথমদিকে জায়গা করলেও এখন আর তেমন নজর কাড়ে না। কিন্তু গল্পের নিত্যনতুন মোড় দর্শকের দারুণ পছন্দ। মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চায় থাকে এই মেগা। ধারাবাহিকে প্রথমবার জুটি হিসাবে দেখা যাচ্ছে সুস্মিত মুখোপাধ্যায় ও ঊষসী রায়কে।
গল্পে নদিয়ার মেয়ে শুভলক্ষ্মী কীভাবে নিউইয়র্কে এসে নিজের জায়গা গড়ে তুলবে সেটা দেখানো হয়। নায়ক আদৃত সব পরিস্থিতিতে থাকে শুভলক্ষ্মীর পাশে। কিন্তু পরিবার মানতে পারে না শুভকে। কীভাবে সবার মন জয় করবে সে, সেই নিয়েই এগোয় গল্প।
এদিকে, ধারাবাহিকের নতুন মোড়ে হঠাৎই মারা যায় নায়ক, আদৃত। বাড়িতে তার মৃতদেহ আনলে চোখের জল ধরে রাখতে পারে না স্ত্রী শুভলক্ষ্মী। ছেলেকে চিরকালের জন্য হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়ে আদৃতের মা। ছেলের শেষ ইচ্ছে ছিল যাতে শুভকে মেনে নেয় সে। এই কথা মনে পড়তেই বউমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে সে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই মন ছুঁয়ে যায় দর্শকের।
অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসার পাশাপাশি, ধারাবাহিকটির গল্প নিয়েও চর্চা হয়। নেটপাড়ার বক্তব্য অনুযায়ী, 'পরকীয়ার গল্প ছেড়ে পরিবারের বন্ধনের গল্প দেখা উচিত।' 'গৃহপ্রবেশ'-এর নতুন মোড়ে কি এবার ভাগ্যের চাকা ঘুরবে? টিআরপিতে কেমন ফল হবে শুভ-আদৃতের গল্পের? এদিকে, টলিপাড়ার অন্দরের খবর ধারাবাহিক ছাড়ছেন সুস্মিত। তাই নতুন মোড়ে মৃত দেখানো হয়েছে তাঁকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ অভিনেতা থেকে চ্যানেল কর্তৃপক্ষ। সত্যিই কি হবে নায়ক বদল? নাকি গল্পের নতুন মোড়ে আসবে বড় কোনও চমক?
