নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'গৃহপ্রবেশ' টিআরপিতে প্রথমদিকে জায়গা করলেও এখন আর তেমন নজর কাড়ে না। কিন্তু গল্পের নিত্যনতুন মোড় দর্শকের দারুণ পছন্দ। মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চায় থাকে এই মেগা। ধারাবাহিকে প্রথমবার জুটি হিসাবে দেখা যাচ্ছে সুস্মিত মুখোপাধ্যায় ও ঊষসী রায়কে।

 


গল্প এগিয়েছে এক বছর। নায়ক আদৃত মারা যাওয়ার খবর ছড়িয়েছে নিউইয়র্কে। তবে সে মারা যায়নি। দূর্ঘটনায় স্মৃতি হারিয়ে এখন কলকাতায় রয়েছে সে। অন্যদিকে, ব্যবসায়ী আকাশ সেনের সঙ্গে চুক্তি হয়েছিল আদৃতের। যা সে মারা যেতে আর কাজ এগোয়নি। গল্পের মোড়ে আকাশ সেন আসে নিউইয়র্কে। আদৃতের অনুপস্থিতিতে কি এবার আকাশের সঙ্গে ঘনিষ্ঠতা হবে শুভলক্ষ্মীর? নাকি আকাশই আদৃতকে ফিরিয়ে দেবে শুভর কাছে?

 


এই প্রশ্নের মাঝেই নতুন প্রোমো দেখে মাথা ঘুরলো দর্শকের। শুভলক্ষ্মী ও তার ছেলেকে দেখভালের জন্য আকাশ সেন শুভলক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলের মুখের দিকে তাকিয়ে রাজিও হয়ে যায় শুভ। এদিকে, কলকাতা থেকে আদৃত আসে আকাশ সেনের বিয়েতে। আদৃতের সামনেই কি আকাশের গলায় মালা দেবে শুভ? কোন খাতে বইবে তাদের সম্পর্ক?