নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে, কুমারের প্রতিশোধ নিতে তার মেয়ে কুন্তলা ও নাতি রুডি উঠেপড়ে লেগেছে। সোনাকে বিয়ে করে বাড়িতে এনে তার উপর অত্যাচারও করছে তারা। কিন্তু নিজের জেদে বিয়ে করেছে বলে এখনও পর্যন্ত বাড়িতে কিছুই জানায়নি সোনা।
এদিকে জানা যায়, কৃষ্ণ রুডির সৎ ভাই। সোনাকে রুডির হাত থেকে রক্ষা করতে রূপা ও কৃষ্ণ বিয়ে করে। যাতে এক বাড়িতে থাকলে সবসময় চোখে চোখে থাকে সোনা। এদিকে, দীপার দুশ্চিন্তা কিছুতেই দূর হয় না। একটা অশনি সংকেত যেন সব সময় তাড়া করে বেড়ায় তাকে।
এদিকে, কুমারের পর্দা ফাঁস! ফলহারিনী অমাবস্যায় কুমারকে শেষ করতে কালীর রূপ ধারণ করে সূর্য। চোখ থেকে ঠিকরে বেরোয় তার রাগের জ্যোতি। কিন্তু সূর্য, কুমারকে মারার আগেই নিজেকে শেষ করে ফেলে কুমার। আইনের হাত থেকে পালানোর জন্য আত্মহত্যার পথ বেছে নেয় সে।
কিন্তু এখানেই শেষ নয়। এবার রূপার হাতে রুডির মৃত্যুর আশঙ্কা শুরু হয় পরিবারে। কিন্তু মেয়েকে বাঁচাতে রুডির মৃত্যুর দায়ভার নিজের কাঁধে তুলে নেয় দীপা। সত্যিই কি এলোমেলো হয়ে যাবে এবার সেনগুপ্ত পরিবার? নাকি শান্তির আলো প্রবেশ করবে তাদের সংসারে?
এদিকে, নতুন পর্বের ঝলক সামনে আসতেই 'সূর্য' ওরফে দিব্যজ্যোতি দত্তর এই লুক দেখে কটাক্ষের তির ধেয়ে এসেছে তাঁর দিকে। নেটিজেনদের মতে বাংলা ধারাবাহিকে 'পুষ্পা ২'-এর স্মৃতি উসকে দিতে চেয়েও ব্যর্থ হয়েছেন অভিনেতা। যদিও এই কটাক্ষকে পাত্তা দেননি দিব্যজ্যোতি।
