নিজস্ব সংবাদদাতা: ঝিল্লি ও ঋষি মনে মনে একে অপরকে ভালবাসলেও মুখ ফুটে বলেনি সেই কথা। এদিকে, ঝিল্লি অপেক্ষা করে আছে কবে তার মনের মানুষ তাকে ভালবাসার কথা বলবে। এর মাঝেই তাদের সংসারে আসে একের পর এক বিপদ। যদিও বুদ্ধির জোরে সমস্ত বিপদকে পিছনে ফেলে এগিয়ে যায় ঝিল্লি। এ তো গেল 'তেঁতুলপাতা'র গল্প।
অন্যদিকে, গুহ পরিবার অর্থাৎ কথা ও অগ্নির সংসারেও বিপদের আঁচ কম আসে না। যতবারই তারা সুখের দিন কাটাতে চায়, ততবার কোনও না কোনও জটিল সমস্যায় পড়ে তারা। কিন্তু একে অপরের হাত ছাড়ে না। একসঙ্গে জোট বেঁধে বিপদের মোকাবিলা করে।
স্টার জলসার দুই পরিবার এবার একসঙ্গে দর্শকের মন জয় করবে। অর্থাৎ একজোট হচ্ছে 'তেঁতুলপাতা' ও 'কথা'র পরিবার। নববর্ষের দিন শিমুলপুরায় আসে কথা ও অগ্নি। ঝিল্লি ও ঋষির সঙ্গে তাদের বাড়ির অনুষ্ঠানে যোগ দেয় তারা। পয়লা বৈশাখের দিন একটা ফ্যাশন শোয়ের আয়োজন করে ঝিল্লি। কিন্তু খেয়ালী এবারও চক্রান্ত করে সবকিছু নষ্ট করে দিতে চায়। ঝিল্লি আর কথা দু'জনে মিলে এবার রুখে দাঁড়ায়। কী হবে নববর্ষের সন্ধ্যায়? ঝিল্লি ও কথা কি পারবে দুই পরিবারের মুখে হাসি ফোটাতে?
