নিজস্ব সংবাদদাতা: আকাশ আট-এ বরাবরই সাহিত্য কিংবা ঐতিহাসিক চরিত্রদের নিয়ে ধারাবাহিক দেখা যায়। এই চ্যানেলের মূল বৈশিষ্ট্য সেটিই। এবার আরও একবার এক ঐতিহাসিক চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরছে আকাশ আট। শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'খনার কাহিনী'।
'খনা'র ছোটবেলার চরিত্রে অভিনয় করছে ঋষিতা নন্দী। তাকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'আলোর কোলে'র 'পুপুল'-এর চরিত্রে। বয়স অল্প হলে কী হবে, অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছে সে। গল্পে দেখানো হবে খনার জীবন কাহিনি। কথিত আছে খনা যা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তার অধিকাংশই মিলে যায় বলে বিশ্বাস অনেকের। বাঙালির লোকসংস্কৃতিতে খনার বচনের বিশেষ জায়গা রয়েছে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। এবার তাঁর কাহিনিই ফুটে উঠছে এই ধারাবাহিকে।
গল্পে খনার ও মিহিরের বয়স এখন প্রায় আট বছর। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে নিবিড় হচ্ছে। সেটা রাজমাতা সহ বাকিদের চক্ষুশূল হতে থাকে। কিন্তু একমাত্র রাজকন্যা বাবার প্রশ্রয়ে ও আদরে কোনও বাধাই পায়না। তারই মধ্যে চাষের জমিতে জল জমে যখন শস্যক্ষেত ভেসে যেতে বসেছিল খনা ও মিহিরের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছিল সব। সমগ্র রাজ্য তাদের নামে জয়জয়ক্কার করতে থাকে। তবে কি এই ভাবেই সমগ্র রাজ্য ও রাজ্যবাসীকে সাহায্য করতে পারে তারা? নাকি কুনজর পড়বে মিহির – খনার বন্ধুত্বেও?
