'ভিডিও বৌমা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।
নাগ-নাগিনীদেরও গল্প উঠে আসছে এই মেগায়। তবে যাই হোক না কেন, দর্শকের চোখে জনপ্রিয়তায় রয়েছে এই মেগা। তাই 'ভিডিও বৌমা'র প্রতিটি পর্বের নিত্যনতুন চমকে বেশ মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। তাই প্রতি সপ্তাহে সান বাংলার টিআরপি-তেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক।

আবারও নতুন রূপে দেখা যেতে চলেছে আকাশ ও মাটিকে। ধারাবাহিকের নতুন মোড়ে তাদের দেখা যেতে চলেছে বেহুলা ও লখিন্দরের বেশে। বেহুলা-লখিন্দর সেজে কী করছে আকাশ মাটি? আসলে মনসা দেবীকে তুষ্ট করতেই এই কাজ করছে তারা। দেবীর আরাধনা করে পরিবারের উপর থেকে মনসার দৃষ্টি সরানোর জন্যই এমনটা পরিকল্পনা আকাশ ও মাটির।

আসলে কয়েকদিন আগে মনসা পুজোর আয়োজন করেছে আকাশের পরিবার। মাটি ওই পুজোয় মনসা পালায় অভিনয় করে। আর সেটা নিজের ভ্লগে লাইভ করে আকাশ। কিন্তু এর মধ্যেই ঘটে এক চরম বিপদ। মাটিকে মনসা সাজতে দেখে চটে লাল রিম। সে জানায়, শিবের পুজো হয় তাদের বাড়িতে। সেই বাড়িতে কিছুতেই মনসার পুজো হতে পারে না। এরপর পুজোর ডালাও ছুঁড়ে ফেলে দেয় রিম।
আরও পড়ুন: 'হরগৌরী পাইস হোটেল'-এর পর ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার! কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
ব্যস! এই ঘটনায় রেগে আগুন দেবী মনসা। এই চরিত্রে ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রী চাঁদনী সাহাকে। তিনি রেগে গিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। এরপর কি হবে? মনসার অভিশাপে কি তছনছ হয়ে যাবে আকাশ-মাটির সংসার? পরিবারের উপরে কিছুতেই খারাপ আঁচ আসতে দিতে চায় না আকাশ-মাটি। তাই নিজেরাই বেহুলা-লখিন্দর সেজে মনসার আরাধনা করতে শুরু করে। তারা কি পারবে মনসাকে তুষ্ট করতে? এখন এই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শক।
এদিকে, ধারাবাহিকের নতুন মোড়ে আরও জমজমাট হতে চলেছে গল্প। কারণ, নিজের নতুন চ্যানেল আনছে মাটি। সেখানে জমজমাট কনটেন্ট আর নিত্যনতুন চমক নিয়ে আসছে সে। কেমন হতে চলেছে মাটির এই নতুন চ্যানেল? তা তো ধারাবাহিকের আগামী পর্বেই জানা যাবে।
