'ভিডিও বৌমা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।

 


নাগ-নাগিনীদেরও গল্প উঠে আসছে এই মেগায়। তবে যাই হোক না কেন, দর্শকের চোখে জনপ্রিয়তায় রয়েছে এই মেগা। তাই 'ভিডিও বৌমা'র প্রতিটি পর্বের নিত্যনতুন চমকে বেশ মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। তাই প্রতি সপ্তাহে সান বাংলার টিআরপি-তেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক।

 

এবার আরও এক চমক আসতে চলেছে ধারাবাহিকে। সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে মনসা পুজোর আয়োজন করেছে আকাশের পরিবার। মাটি ওই পুজোয় মনসা পালায় অভিনয় করে। আর সেটা নিজের ভ্লগে লাইভ করে আকাশ। কিন্তু এর মধ্যেই ঘটে এক চরম বিপদ। মাটিকে মনসা সাজতে দেখে চটে লাল রিম। সে জানায়, শিবের পুজো হয় তাদের বাড়িতে‌। সেই বাড়িতে কিছুতেই মনসার পুজো হতে পারে না। এরপর পুজোর ডালাও ছুঁড়ে ফেলে দেয় রিম। 

 

আরও পড়ুন: ফের একফ্রেমে ধরা দিতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়! কোথায় দেখা যাবে জুটির পুরনো রসায়ন?


ব্যস! এই ঘটনায় রেগে আগুন দেবী মনসা। এই চরিত্রে ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রী চাঁদনী সাহাকে। তিনি রেগে গিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন।‌ এরপর কি হবে? মনসার অভিশাপে কি তছনছ হয়ে যাবে আকাশ-মাটির সংসার? এই উত্তরের অপেক্ষায় দর্শক।

আজকাল ডট ইন-কে চাঁদনী সাহা এই চরিত্র প্রসঙ্গে জানান, সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে একটি নতুন ট্র্যাকে এই চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও সেটি খুব অল্প দৈর্ঘ্যের চরিত্র। তবে 'মনসা'র চরিত্রটি তাঁর খুব কাছের। সেই কারণেই প্রস্তাবে রাজি হওয়া।অর্থাৎ, সান বাংলার 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দর্শক দেখতে চলেছেন চাঁদনী সাহাকে।

 

'দুই শালিক' ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এর আগেও একাধিকবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই ধরনের পৌরাণিক চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। 

 

প্রসঙ্গত, গল্পের নিরিখে বেশ ভালই এগোচ্ছে এই ধারাবাহিক। বহু বছর পর এই মেগার হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরেছেন আরিয়ান ভৌমিক। কিন্তু প্রথমেই কটাক্ষের মুখে পড়েন নায়ক। তবে আরিয়ানের জনপ্রিয়তা সবকিছুকে পিছনে ফেলে প্রতি সপ্তাহে টিআরপিতে এর জবাব দিচ্ছে।