ধারাবাহিক থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল সায়ক চক্রবর্তীর। বর্তমানে সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয় সায়ক। শুধু অভিনেতা নন, ব্লগার হিসাবেও এখন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী।
বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিকে। গল্পের নায়ক শাক্যজিতের ভাই-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। ওই ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। গল্পের মোড়ে এক সময় সায়ক তাঁরই প্রেমে পড়েছিলেন। ধারাবাহিকে দেখানো হয়েছিল নায়িকা আরশির দিদিকে বেশ মনে ধরেছে সায়কের। আরশির দিদির চরিত্রে দেখা যাচ্ছে অনুরাধাকে। প্রথমে যদিও তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় আরশি। তবে কয়েকদিন আগেই তাদের প্রেম পরিণতি পেয়েছে।
সবাইকে লুকিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল দু'জন। কিন্তু এর মাঝে হঠাৎই দু'জনের প্রেম যেন উধাও হয়ে গেল। শাক্য আর আরশির চোখ এড়ায়নি সেই ঘটনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বেশ অবাক হয়েছেন দর্শকও।

দেখা যাচ্ছে, আরশির দিদি ও ঋতমকে মেনে নিয়েছে তাদের পরিবারের সবাই। যেহেতু বিয়েটা জমজমাট আয়োজনে হয়নি, তাই শাক্য-আরশি চেষ্টা করে তাদের নিয়ে একটু ঘরোয়া অনুষ্ঠান করার। তাই 'ঋতম' অর্থাৎ সায়ককে ডেকে এনে আরশির দিদির ঘরে নিয়ে আসে তারা। কিন্তু হঠাৎই আয়োজন দেখে বিরক্ত হয়ে পড়ে ঋতম। রেগে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এই বিষয়টা মোটেও ভাল চোখে দেখে না আরশি। সে সন্দেহ করে যে, ঋতমের নিশ্চয়ই অন্য প্রেমিকা আছে, যার জন্য এখন এরকম করছে সে।
আরও পড়ুন: টলিপাড়ার নায়কের প্রেমে হাবুডুবু নায়িকা! বিয়ের কথা এগোতেই বেঁকে বসলেন বাড়ির লোক, কী হবে এবার?
ঋতমের পিছু নেয় শাক্য ও আরশি। একটা বন্ধ দরজার আড়ালে তারা এক মহিলার সঙ্গে ঋতমকে দেখে। কী হচ্ছে ঘরের ভিতর? জানতে তড়িঘড়ি দরজা ভেঙে ঢুকে পড়ে শাক্য-আরশি। কিন্তু কী দেখল তারা? সেই উত্তর যদিও জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে। তবে প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। কারণ, অনেকদিন পর শাক্য-আরশি বাদে গল্পের অন্য চরিত্রদের নিয়ে প্রোমো এসেছে।
প্রসঙ্গত , এক সময় সুপারস্টার শাক্যজিতকে সহ্য করতে পারত না আরশি। অন্যদিকে, আরশিকেও মোটেই পছন্দ করত না শাক্য। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের বিয়ে হয়। মধুবনীর চক্রান্তে বারবার তাদের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। কিন্তু শেষমেশ একে অপরকে বুঝে একসঙ্গে থাকে তারা। সম্প্রতি, দু'জন দু'জনকে ভালবেসে ফেলেছে। এখন একসঙ্গে বিপদের মোকাবিলা করে শাক্য-আরশি।
