ছোটবেলা থেকেই সংগ্রামকে সঙ্গী করে বড় হয়ে ওঠা রাঙামতির। তাই বিপদের মোকাবিলা করতে কিছুতেই পিছুপা হয় না সে। বিয়ের পরেও একার লড়াইয়ের ফলে নানা ষড়যন্ত্রের মুখ থেকে ফিরে আসে সে। তবে এবার বিপদ আরও বড়! বিপাকে পড়ে নাজেহাল রাঙা। একলব্যও পারে না তাকে উদ্ধার করতে। গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙাকে বিপদের মুখে ফেলতে চায় তারা। এতদিন সব বিপদে রাঙার পাশে থেকেছে একলব্য। যতই ঝড় আসুক তাদের জীবনে, সে কিছুতেই রাঙার হাত ছেড়ে যায়নি। 

 


কিছুদিন আগে গল্পে দেখা যায় দেশের হয়ে চ্যাম্পিয়নশিপ খেলতে প্রস্তুত রাঙামতি। এর মধ্যেই বৃন্দার ষড়যন্ত্রে আটকে পড়ে সে। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায়, অজ্ঞান হয়ে পড়ে আছে রাঙা। চারপাশে আগুন জ্বলছে। ঠিক এই সময় কার্বন ডাই অক্সাইডের তৈরি বল ছুড়ে আগুন নিভিয়ে দেয় স্টার জলসার আরেক নায়িকা কম্পাস। কম্পাসকে দেখে মনে জোর পায় একলব্য। 

 

 

কম্পাস নিজের তৈরি ফ্লাইং বোট নিয়ে উড়ে যায় রাঙার কাছে‌। রাঙামতিকে উদ্ধার করে নিয়ে আসে সে। কম্পাস তাকে উদ্ধার করলেও চ্যাম্পিয়নশিপে রাঙাকেই লড়তে হয় দেশের হয়ে। চ্যাম্পিয়নশিপ জিতে ফেরে রাঙামতি। সেই উপলক্ষে জঙ্গলে ঘেরা রাঙার গ্রামে উৎসবের আয়োজন হয়। তাঁর সাফল্যে যখন সবাই গর্বিত, তখন এক বিপদের আঁচ পায় রাঙামতি। 

 

 

চোখের সামনে উৎসবের আয়োজন দেখে খুব আনন্দ পায় রাঙা। সে শপথ নেয় যে, এই জঙ্গলের মানুষের পাশে সারাজীবন থাকবে। বনদেবীর কাছে সবার সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনাও করে সে। এর মধ্যেই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একলব্য। একলব্য বন্দুক তাক করে রাঙার দিকে। হঠাৎ কেন এমন রূপ ধারণ করল একলব্য? সত্যিই কি একলব্য বদলে গেল? নাকি একলব্যর ছদ্মবেশে রাঙার ক্ষতি করতে এল কোনও শত্রু?

 


সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় এমনটা দেখে বহু প্রশ্ন ভেসে এসেছে দর্শক মহল থেকে। নায়ক কি হঠাৎ খলনায়ক হয়ে গেলেন? এমন চিন্তা ঘুরছে সব অনুরাগীদের মনে। হঠাৎই চরিত্রের বদল নিয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পর্দার 'একলব্য' ওরফে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি। 

 


তবে মনে করা হচ্ছে, গল্পের নতুন মোড়ে আসছে বিরাট চমক। একলব্যকে এবার থেকে দ্বৈত চরিত্রেও দেখা যেতে এমনটাই আসা করা হচ্ছে। তবে প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার পক্ষ থেকেও এই টুইস্ট নিয়ে খোলসা করা হয়নি।