প্রতি সপ্তাহে রেটিং চার্টে জায়গা করে নেয় স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। গল্পে দীপ ও ঝাঁপির সম্পর্কের নানা টানাপোড়েন চলছে। এদিকে দীপকে ঝাঁপির থেকে দূরে সরাতে সব সময় যেন মুখিয়ে রয়েছে ইনকা। কিছুদিন আগে ইনকাকে দোষী প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি লাগিয়েছিল ঝাঁপি। অন্যদিকে স্ত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে বাড়ির অমতে গিয়ে বড় কাণ্ড ঘটিয়ে বসেছিল দীপ। 

 

ঝাঁপি দীপ কাছাকাছি আসতেই তাদের দূরে সরানোর ফন্দি আঁটে ইনক। দীপ ঝাঁপিকে নিয়েই কলকাতার মিটিংয়ে যেতে চাইলে তাতে বাধা দেয় নায়কের মা। বাড়িতেই থেকে যায় ঝাঁপি। আর সেই মিটিংয়ে দীপের সঙ্গে যায় ইনক। কলকাতায় গিয়েই দীপকে ঘুমের ওষুধ খাইয়ে ভান করে যেন তারা দু'জন ঘনিষ্ঠ হয়েছে। এরপরই দাবি করতে থাকে দীপকে তাকে বিয়ে করতে হবে। দীপ এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারে না, ঝাঁপি তো স্বামীর নামে এই অভিযোগ বিশ্বাসই করে না। যদিও দীপের মায়ের চক্রান্তের জেরে ইনকা দীপের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা ভেস্তে দেয় ঝাঁপি। এরপরই প্রতিশোধ নিতে চায় ইনকা। দেখায় ওষুধ খেয়ে নাকি সে অসুস্থ হয়ে পড়েছিল। তাকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছিল ঝাঁপি! 

 


তবে সেই বিপদ থেকে উদ্ধার হয়েছে সে। কিন্তু আবারও তাদের সংসারে আগুন লাগতে চলেছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ইনকার বিয়ে আটকাতে চলেছে দীপ। বিয়ের মণ্ডপে ইনকার বরকে জালিয়াত বলে অপমান করে দীপ। বিয়ে ভেঙে যায় ইনকার। তখন ইনকা দীপকে জানায়, বিয়ে ভাঙায় সমাজের চোখে সে লগ্নভ্রষ্ঠা হয়ে উঠবে। তাই এই তকমা থেকে দীপ যেন তাকে বাঁচায়, বিয়ে করে। 

 


ইনকার এই ষড়যন্ত্র আঁচ করতে পেরে বিয়ের মণ্ডপে পৌঁছয় ঝাঁপিও। দীপের হাতে সিঁদুর দেখে চমকে ওঠে সে। কী হবে এবার? ইনকাকে কি বিয়ে করতে বাধ্য হবে দীপ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। আপাতত এই প্রোমো দেখে দর্শকের উত্তেজনার পারদ বেড়েছে।

 


 

কিছুদিন আগে ইনকার মুখোশ খুলে দিতে দেখা গিয়েছিল ঝাঁপিকে। দীপকে ঝাঁপি বলেছিল যে সে প্রমাণ করে দেবে এই ওষুধ খেয়ে ইনকা অসুস্থ হয়নি। বলে নিজেই একগুচ্ছ ওষুধ খেয়ে নেয়। আর তারপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। চলে যমে মানুষে টানাটানি। সেই সময়ই ইনকা অসুস্থ ঝাঁপিকে দেখতে এসে জানায় যে সে ওষুধ বদলে দিয়েছিল। ওদিকে স্ত্রীকে বাঁচাতে নিজের জীবন বাজি লাগিয়েছিল দীপ। ১০০ ঘড়া জল শিবের মাথায় ঢালবে বলে পণ করেছিল স্ত্রীকে বাঁচানোর জন্য। দীপের চেষ্টায় প্রাণ ফিরে পায় ঝাঁপি। কিন্তু ইনকার ষড়যন্ত্র এখনও থামেনি। গল্পের নতুন মোড়ে এখন কী হয়, সেটাই দেখার।