আর্য-অপর্ণার বিয়ের তোরজোড় শুরু‌। প্রকাশ্যে এল জুটির বিয়ের কার্ডের ঝলক। চ্যানেলের পক্ষ থেকে আর্য সিংহ রায় ও অপর্ণার বিয়ের কার্ডের ঝলক সামনে আনা হল। দেখা যায়, তাদের নামের আদ্যাক্ষর লেখা রয়েছে কার্ডের সামনে। ইতিমধ্যেই সিঁদুর-হলুদের ফোঁটা দিয়ে সেই নিমন্ত্রণপত্র বিলিও নাকি শুরু হয়ে গিয়েছে। কার্ডে লেখা, 'আর্য ও অপর্ণার শুভ পরিণয়'। বোঝাই যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'-এ খুব তাড়াতাড়ি বিয়ের ট্র্যাক আসতে চলেছে। 

 

 

অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে ছন্দে ফিরেছে 'চিরদিনই তুমি যে আমার'। 'অপর্ণা'র চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন তিনি আর এই ধারাবাহিক করতে চান না। তারপর থেকেই নতুন মুখের খোঁজ শুরু হয়। কিছুদিন আগেই দিতিপ্রিয়ার জায়গায় নতুন 'অপর্ণা' হয়ে এন্ট্রি নিয়েছেন মঞ্চ-অভিনেত্রী শিরিন পাল। 

 

 


নতুন অপর্ণার সঙ্গে প্রথমেই অন্তরঙ্গ দৃশ্যে বেশ সাবলীল জিতু। এমনকী শিরিনকেও ছন্দে দেখা গেল। তবে নতুন নায়িকাকে নিয়ে বেশ চর্চা চলেছে সমাজমাধ্যমে। তবে তাঁকে নতুন 'অপর্ণা' হিসেবে বেশ পছন্দই করেছেন দর্শক। এবার আর্য-অপর্ণার বিয়ের দিকে এগোচ্ছে গল্প। 

 


কিছুদিন আগে দেখা যায়, অপর্ণার কলেজের রেজাল্ট বেরোনোর পর তার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করে আর্য। আর্যর সঙ্গী হয় সন্তু। আসলে হবু স্ত্রীকে আংটি পরিয়ে বাগদান সারতে চায় আর্য, তাই-ই এই আয়োজন। আর্যর সারপ্রাইজে দারুণ খুশি অপর্ণাও। আংটি পরিয়ে আর্য অপর্ণাকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে? অপর্ণাও আর দেরি না করে জানায়, সে রাজি। এই খুশির মুহুর্তের মাঝেই এসে জোটে বিপদের কালো ছায়া। 

 


হঠাৎই অপুর বাবার হাতে একটা চিরকুট এসে পড়ে। সেখানে লেখা, আর্য সিংহ রায়ের আসল নাম শঙ্কর! এরকম একটা কথা লেখা দেখে চমকে ওঠে অপর্ণার বাবা। সন্দেহ শুরু হয় তার। যদিও অপর্ণাও জানে আর্যর এই নামটা। মেঘরাজ তাকে আগেই জানিয়েছিল এই কথাটা। তবে কি আর্য-অপর্ণার বিয়ের খবর পেয়ে আবারও ফিরে এল মেঘরাজ? নাকি অন্য কেউ রয়েছে এর পিছনে। আর্যই বা কেন নিজের নাম লুকিয়ে রাখবে? অপু কি জানতে পারবে আসল সত্যিটা? দর্শক মনে আবারও জেগে উঠেছে এইসব প্রশ্ন। 

 

 

এদিকে, আর্য-অপর্ণার বিয়ের নিমন্ত্রণপত্র সামনে এসেছে। তাই দর্শকের মতে, খুব ধুমধাম করেই আয়োজন হবে এই বিয়ের। আর্য ও অপর্ণার বিয়ের মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অনুরাগীরা। তাই বিয়ের কার্ডের ঝলক প্রকাশ্যে আসতেই দর্শক মহলের উত্তেজনার পারদ আরও বেড়েছে।