রত্নার বিয়ের দিন খুন হয় তার স্বামী। এই পর্ব দেখে দর্শক মহলের উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। জি বাংলার ধারাবাহিক 'আমাদের দাদামণি'র টুইস্টে দেখানো হয়েছিল সোমের বড়বোন রত্নার বিয়ে চলছে। রত্নার স্বামী পার্বতীর হাতে একটা কিছু তুলে দিয়ে বলে সত্যের লড়াই যেন নায়িকা জারি রাখে এভাবেই। তারপর সে বিয়ের রীতি, নিয়ম মেনে রত্না অর্থাৎ সোমের বড় বোনকে সিঁদুর পরিয়ে দেয়। বোনের নতুন শুরুতে সব ভাল হওয়ার কামনা করে সোম। কিন্তু তার প্রার্থনা বাস্তবায়িত হল না।
রত্নার বিয়ে হতেই এক ব্যক্তি বিয়ের আসরে ছুরি হাতে আসে। আলো নিভিয়ে সেই ছুরি সোজা বসিয়ে দেয় রত্নার স্বামীর বুকে। বোনের বরের মরদেহ কোলে নিয়ে বসে পড়ে সোম। কান্নায় ভেঙে পড়ে রত্না। কান্নাকাটি শুরু করে দেন বাকিরাও। কিন্তু এই গোটা ঘটনার জন্য সোমের মা পার্বতীকেই দায়ী করে। পার্বতীকে বলে রাঘব বোয়ালদের সঙ্গে লড়াই করে কখনও জেতা যায় না। তাই পার্বতী যেহেতু সত্যের জন্য লড়াই করছিল সেটার প্রতিশোধ নিতেই দুষ্কৃতীরা রত্নার স্বামীকে খুন করল। তার মেয়ে বিধবা হওয়ার দায় পার্বতীর। এমন অভিযোগে স্তম্ভিত হয়ে যায় পার্বতী, সোম দু'জনেই।
এদিকে, বিয়ের মণ্ডপেই রত্না তার স্বামীর মৃত্যু মেনে নিতে পারে না। সে বিধবার বেশে মশাল হাতে নিয়ে পার্বতীর বাপের বাড়িতে আসে সব শেষ করে দেবে বলে। কিন্তু সেই বাড়িতে বউ হয়ে রয়েছে তাদের আরও এক বোন রানি। রানি যখন দেখে রত্না তাণ্ডব করছে তার শ্বশুরবাড়িতে এসে তখন সে রুখে দাঁড়ায়। জানায় যে, সবটা ধ্বংস করতে হলে রত্নাকে তার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে।
অন্যদিকে, একজন পাথর ছোড়ে রানির দিকে। তখনই তাদের দাদামণি অর্থাৎ সোম এসে বাঁধা দেয়। রত্না তার কাছে বিচার চায়। সোম কি পারবে বোনকে যোগ্য বিচার পাইয়ে দিতে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?
প্রসঙ্গত, 'আমাদের দাদামণি'র গল্পে চার বোন এবং তাদের দাদার গল্প দেখানো হচ্ছে। এই ধারাবাহিকটি উক্ত চ্যানেলের পর্দায় রোজ রাত সাড়ে আটটা নাগাদ সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী। নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থা নিনি চিনিজ মাম্মাজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় চলে এই ধারাবাহিক।
