স্বার্থকের পর্দাফাঁস করতে উঠেপড়ে লেগেছে সুধা। এদিকে তাকে ভুল বুঝে অভিমান করে তেজ। সুধা কি পারবে বসু মল্লিক পরিবারকে স্বার্থকের হাত থেকে বাঁচাতে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভিলাইন স্টুডিওয়, স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'র শুটিং ফ্লোরে। 

 


টানা সিন করে ক্লান্ত পর্দার সুধা। মুখে রুচি নেই। তাই দুপুরের খাবার না খেয়েই নিজের মেকআপ রুমে বসে আছে সে। এদিকে তেজ ও স্বার্থককেও পাওয়া গেল ফ্লোরের বাইরে। শীত পড়তেই দুপুরের রোদ পোহাতে ব্যস্ত তাঁরা। কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে যোগ দিলেন সুধাও। পর্দায় একে অপরের শত্রু হলেও বাস্তবে স্বার্থক-সুধার খুনসুটির সম্পর্ক। 

 

এত মার খেতে হচ্ছে সুধার হাতে! অফস্ক্রিন কি এর শোধ তোলা হচ্ছে? জোরে হেসে পর্দার স্বার্থক ওরফে ইন্দ্রনীল মল্লিক বলেন, "সে আর বলতে। এপিসোড দেখে পারলে দর্শকও আমায় মারতে আসেন। তবে অফস্ক্রিনে সোনামণির উপর শোধ তুলি না। আসলে এত শান্ত ও, তাই মারপিট করব ভাবিই না।" কথা শেষ হতেই 'তেজ' ওরফে হানি বাফনার জবাব, "ইন্দ্রনীলের পর্দার এপার-ওপার সব ক্ষেত্রেই মার খাওয়ার অভ্যাস আছে, কারণ ও বিবাহিত।" হানির কথা শুনে হেসে লুটোপুটি সোনামণি ও ইন্দ্রনীল। 

 


এত হাসাহাসির জেরে ব্যাঘাত শুটিং-এ! ফ্লোর ম্যানেজারের ধমকে নিজেদের সামলে নিলেন। দু'জনের জুটি বেঁধে প্রথম কাজ। যখন প্রথম শুনেছিলেন একে অপরের বিপরীতে, প্রথমেই কী মাথায় এসেছিল? পর্দার 'সুধা' ওরফে সোনামণি সাহার কথায়, "খুব টেনশনে ছিলাম, আমার নায়ক কে হবে ভেবে। প্রথম যখন শুনি হানির সঙ্গে কাজ করব, তখন শান্তি পাই। আসলে একটু পরিচয় না থাকলে শুরুতে খুব অসুবিধা হয়।" অল্প হেসে হানির জবাব, "আমিও শান্তি পেয়েছিলাম। কারণ, অবশেষে একজন লম্বা নায়িকা জুটেছে আমার কপালে।" নতুন বছরের চেক লিস্টে কী রয়েছে? ইন্দ্রনীলের কথায়, "আমি বছরের প্রথম দিনে যা করি সেটাই সারা বছর করার চেষ্টা করি। এটাই আমার বিশ্বাস। তাই এই বছরের প্রথম দিনে গান প্র্যাকটিস থেকে শুরু করে বই পড়া, সিনেমা দেখা, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো সব করেছি।" হানি বলেন, "এই চেক লিস্টে বিশ্বাসী নই। আমার যখন যেমন দিন যায়, সেভাবেই নিজেকে মানিয়ে নিই।" অন্যদিকে সোনামণির কথায়, "যত যাই হয়ে যাক। যতই ঝড় আসুক, তবুও নিজেকে পাল্টাব না। প্রতিজ্ঞা করেছি, আর এই প্রতিজ্ঞা না ভাঙার চেষ্টা করব।"

 


বেশ কিছুক্ষণ ধরে মেকআপ আর্টিস্ট অপেক্ষা করছেন। কখন কথা শেষ হবে আর পরবর্তী দৃশ্যের জন্য 'সুধা'কে তৈরি করবেন। এদিকে, ফ্লোর থেকেও ডাক আসছে। তাই আড্ডা থামিয়ে ফিরতে হল লাইট-ক্যামেরা-অ্যাকশনে।