আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি টাকা তছরুপের মামলায় অভিযুক্ত হলেন বলিউড অভিনেতা অলোক নাথ এবং শ্রেয়স তালপাড়ে। এদিন দুই অভিনেতা এবং একটি সমবায় সমিতির পাঁচ সদস্যের বিরুদ্ধে লখনউয়ের গোমতী নগর থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ৭ জন ৪৫ জন বিনিয়োগকারীর থেকে প্রায় ৯.১২ কোটি তুলেছেন এবং তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। প্রসঙ্গত, এই একই ‘মাল্টি-লেভেল মার্কেটিং’ কেলেঙ্কারি মামলায় এর আগেও হরিয়ানার সোনিপাতে দুই অভিনেতা-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
এফআইআরে অভিযোগ, 'হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি' নামে একটি সংস্থা এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রায় ২৫০ টি শাখা খুলেছিল সংস্থাটি। এর পর প্রায় ছয় বছর ধরে লক্ষ লক্ষ গ্রাহকের থেকে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে টাকা তোলে সংস্থাটি। অভিযোগ, গ্রাহকেরা টাকা ফেরত চাইতে শুরু করার পরই সংস্থার পরিচালকরা গায়েব হয়ে যান। সূত্রের খবর, অভিযুক্ত আলোক এবং শ্রেয়স এই সমবায় সমিতির হয়ে বিনিয়োগ প্রকল্পের প্রচার করতেন। আরেক বলি অভিনেতা সোনু সুদও প্রধান অতিথি হিসাবে সংস্থাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে খবর। তবে তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গুরুতর অভিযোগ নেই। গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন দুই অভিনেতাই।
