‘হেরা ফেরি ৩’ ছবিতে ফিরে এসে ফের শিরোনামে পরেশ রাওয়াল। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল তাঁর ৪০ বছরের পুরনো এক অদ্ভুত অভিজ্ঞতা — নিজের প্রস্রাব খেয়ে সুস্থ হয়ে যাওয়া! তবে ট্রোলদের একহাত নিতে ছাড়লেন না বর্ষীয়ান অভিনেতা।
আবারও সংবাদমাধ্যমের শিরোনামে পরেশ রাওয়াল। যদিও এবার ‘হেরা ফেরি ৩’ নয়, বরং তোলপাড়ের কারণ তাঁর এক বিস্ফোরক বক্তব্য—যেখানে তিনি জানান, চিকিৎসার জন্য একসময় নিজের প্রস্রাব খেতেন! এই বক্তব্য সামনে আসার পর থেকেই নেটপাড়ায় ছড়িয়েছে প্রবল ট্রোলিং। তবে পরেশের পাল্টা প্রতিক্রিয়া যেন ট্রোলদের মুখে জল ঢেলে দিল।
“ওদের কি খাওয়াইনি বলে সমস্যা? নিজের সবটুকু প্রস্রাব নিজেই খেয়ে নিলাম বলে কষ্ট পাচ্ছে বুঝি?” সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ট্রোলারদের উদ্দেশ্যে মুখ খুলে পরেশ বলেন, “আমি তো ওদের খেতে বলিনি, তাই বুঝি তারা কষ্ট পেয়েছে? ওরা ভাবছে বুঝি, ‘এ বাবা, পরেশজি একা একা খেয়ে নিলেন, আমাদের দিলেন না!’” এরপর তিনি যোগ করেন, “৪০ বছর আগের একটা ঘটনা, আমি সেটা শুধু বলেছি। এখন এ নিয়ে কারো গায়ে লাগলে আমি কি করব? মানুষ তো এখন ছোট ব্যাপারকেও বিশাল করে তোলে।”
চোট, হাসপাতাল আর ভয়—কীভাবে শুরু হয়েছিল পরেশ রাওয়ালের এই প্রস্রাব থেরাপির কাহিনি? ঘটনার শুরু আজ থেকে বহু বছর আগে, যখন পারেশ রাওয়াল আহত হন এক শুটিংয়ে। অভিনেতার লেগেছিল পা-এ গুরুতর আঘাত। নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। সে সময় তাঁর পাশে ছিলেন টিনু আনন্দ, ড্যানি ডেনজংপা এবং বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ (অজয় দেবগণের বাবা)।
সেখানেই বীরু দেবগন তাঁকে পরামর্শ দেন— “সকালে করা নিজের প্রস্রাব পান করো, আমার সব ফাইটাররাই এটা করে। এতে শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে।” এর সঙ্গে আরও নির্দেশ দেন, মদ্যপান, ধূমপান এবং মাটন খাওয়া বন্ধ রাখতে। পরেশ বলেন, “আমি বিয়ার খাওয়ার মতো করে নিজের প্রস্রাব খেতাম, ঠিক ১৫ দিন টানা খেয়েছি।” আর ফলাফল? পরেশের দাবি, তাঁর এক্স-রে রিপোর্টে ডাক্তারই অবাক—মাত্র দেড় মাসেই পায়ের হাড় সেরে গেছে, যেখানে সাধারণত সময় লাগে আড়াই মাস!
ট্রোল হোক বা ট্রিটমেন্ট, বাবুরাও রয়েছেন নিজের মেজাজেই! ট্রোলিং নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, “তারা আমার সাফল্য হজম করতে পারে না।” তবে চিকিৎসা সংক্রান্ত এই বিচিত্র কাহিনিতে এখনও অনেকেই অবাক। পরেশ নিজেও স্বীকার করেন, অনেকেই এর সুফল পেয়েছে, তবে তিনি সেটা নিয়ে বেশি কথা বলতে চান না।
অন্যদিকে, কাজের দুনিয়ায় তিনি ফিরছেন সগর্জনে! পরেশ রাওয়াল বর্তমানে ব্যস্ত প্রিয়দর্শনের হরর কমেডি 'ভূত বাংলা' নিয়ে, যেখানে আবারও জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও টাবুর সঙ্গে। পাশাপাশি, বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’-তেও তাঁকে দেখা যাবে বাবুরাওয়ের চরিত্রে, আগের মতই অক্ষয় ও সুনীল শেট্টির সঙ্গে।
প্রসঙ্গত, প্রায় সমস্ত বড় তারকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন পরেশ রাওয়াল। সম্প্রতি আমির খান ও সলমন খান-এর কাজের ধরন নিয়ে চমৎকার তুলনা টানলেন এক সাক্ষাৎকারে। পরেশ একদিকে যেমন প্রশংসা করলেন সলমনের স্বতঃস্ফূর্ততার, তেমনই তুলে ধরলেন আমিরের নিখুঁত পরিকল্পনার স্টাইল।
পরেশ রাওয়ালের কথায়— “ শুট শুরু হওয়ার আগে নির্দিষ্ট দৃশ্যটা নিয়ে সলমন নিজের মনের কথা শোনে। ও তারপর ঠিক বুঝে যায়। ক্যামেরার সামনে ওর একটা ম্যাজিক আছে। সলমনকে খুব একটা পরিশ্রম করতে হয় না, ও তো দুরন্ত হাওয়ার মতো বয়ে যায়! আসে আর মুহূর্তেই উড়িয়ে নিয়ে যায়।” অন্যদিকে, আমির খান সম্পর্কে পরেশের পর্যবেক্ষণ— “আমির সবকিছুর গভীরে যায়, বিশদে বুঝে তবে কাজ করে। তাই ও একটু সময় নেয়। কিন্তু ওর ওই ছোট ছোট ডিটেইলিং-এর ফলেই অভিনীত চরিত্রগুলো এত নিখুঁত হয়।” পরেশ নিজেও এই দুই তারকার সঙ্গে বহুবার কাজ করেছেন, এবং তাঁর মতে—“ আমির এবং সলমন - দু’জনের কাজের ধরন একেবারেই আলাদা, কিন্তু দুই পথেই সফল হওয়া সম্ভব—এটা ওরা প্রমাণ করেছেন।”
