সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

পরভিন হবেন তৃপ্তি

বলিউডের একসময়ের স্বপ্ন সুন্দরী ছিলেন পরভিন ববি। তাঁর জীবনী নিয়ে বই লিখেছেন করিশ্মা উপাধ্যায়। আর সেই বইটির উপর নির্ভর করে তৈরি হতে চলেছে পরভিন ববির বায়োপিক। এই বায়োপিকে পরভিনের চরিত্রে কথাবার্তা চলছে বলি অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে। এখনও চূড়ান্ত না হলেও বলিউডের অন্দরে খবর, তৃপ্তিই হতে চলেছেন এই যুগের 'পরভিন ববি'।

রাজখোয়ার চরিত্রে নওয়াজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর আসন্ন ছবিতে বিতর্কিত অসমীয়া বিচারক উপেন্দ্র নাথ রাজখোয়ার চরিত্রে অভিনয় করতে চলেছেন৷ এই বায়োপিকটি সেই ঘটনাগুলিকে তুলে আনবে যা রাজখোয়াকে তাঁর পরিবারের নৃশংস হত্যার জন্য গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের দিকে ঠেলে দিয়েছিল। এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ছবির ভাবনা, এমনটাই জানাচ্ছে মুম্বই সংবাদ মাধ্যম।

'হাসিনা দিলরুবা'র প্রথম পছন্দ ছিলেন না তাপসী

'হাসিনা দিলরুবা'র জন্য কণিকা ধিলোনের প্রথম পছন্দ তাপসী পান্নু ছিলেন না। অন্য বহু অভিনেত্রীকে এই থ্রিলার ছবির চিত্রনাট্য শুনিয়েছিলেন তিনি। এমনকী কয়েকজনের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু অবশেষে তাপসীর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন অভিনেত্রী চিত্রনাট্য পুরোটা না শুনেই রাজি হয়ে যান। মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "এই ছবিটা আমার ভাগ্যে ছিল।" দর্শকের পছন্দের কথা মাথায় রেখে আসছে এই ছবির সিক্যুয়েল 'ফির আয়ি হাসিনা দিলরুবা'।

আম্বানিদের কর্মীকে মন দিলেন অনন্যা

আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর পেশায় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অনন্যা পাণ্ডে। মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র বলেন, "অনন্ত-রাধিকার প্রাক বিবাহের ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওঁদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু'জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু'জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানিদের 'ভন্তারা অ্যানিম্যাল পার্ক'-এর কর্মী তিনি।" অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে ওয়াকারকে নিজের সঙ্গী বলেও নাকি পরিচয় করিয়েছেন অনন্যা।