সংবাদ সংস্থা মুম্বই: তৃপ্তি দিমরি—এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত নাম। অবশ্য নেটপাড়ার মতে, ‘হটেস্ট’। বক্স অফিস কাঁপানো একের পর এক জনপ্রিয় হিট ছবির নায়িকা তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ঝলক মানেই ভাইরাল ঝড়। আর এবার শিরোনামে উঠে এল তাঁর ব্যক্তিগত জীবন! গোয়ার বিলাসবহুল সমুদ্রতটে ঘোরা, সুইমিং পুলে গা ভাসিয়ে ছবি আর তার সঙ্গেই জুড়েছে এক ‘বিশেষ নাম’ — স্যাম মারচেন্ট।

গোয়ার একটি সমুদ্রতট রিসর্ট—কাসা ওয়াটার্স, যার মালিক স্যাম মার্চেন্ট, পেশায় মডেল থেকে হোটেল ব্যবসায়ী। বর্তমানে এই রিসর্টেই ছুটি কাটাচ্ছেন তৃপ্তি। ইনস্টাগ্রামে গোলাপি মনোকিনিতে পুলে বসে থাকা ছবি পোস্ট করে তৃপ্তি ট্যাগ করেছেন স্যাম ও তাঁর রিসর্টকে। স্যামও সেই স্টোরি রিশেয়ার করেছেন। আরেকটি স্টোরিতে তৃপ্তি লিখেছেন: “শান্তি যেমন দেখতে হয়”, সঙ্গে আবারও স্যামকে ট্যাগ। স্যামও যথারীতি সেই স্টোরি রিশেয়ার করেছেন। নেটপাড়ার প্রশ্ন—এ কি শুধুই হোটেলের প্রচার না কি ‘হলিডে রোম্যান্স’? কারণ, গল্প এখানেই থেমে থাকেনি।

স্যাম একটি ভিডিও পোস্ট করেন যেখানে একজন রাস্তার খাবারের দোকানি ফুচকা বানাচ্ছেন। কাকতালীয়ভাবে, তৃপ্তিও ঠিক সেই সময় ফুচকা, চাট সহ গোয়ার স্ট্রিট ফুডের ছবি পোস্ট করেছেন। দু'জনেই শেয়ার করেছেন সমুদ্রতটের একই রকম সূর্যাস্তের ছবি। মানে দু’জনেই ঘুরছেন, আর সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে একই জায়গা থেকে!

শুধু গোয়াই নয়, নববর্ষের উদযাপনও একসঙ্গে সেরেছিলেন তৃপ্তি-স্যাম? ফিসফাস, এই প্রথম নয়—নববর্ষেও নাকি একসঙ্গে ছিলেন দুজনে। ফিনল্যান্ডে বরফের মধ্যে থেকে মেরুজ্যোতি (নর্দার্ন লাইটস) দেখার ছবি, একই জায়গা থেকে তোলা... আর স্যামের জন্মদিনে তৃপ্তির বিশেষ উইশ -“শুভ জন্মদিন, স্যাম মার্চেন্ট। প্রার্থনা করি, যেভাবে তুমি ভালবাসা ও আনন্দ ছড়াও সেগুলো সেভাবেই যেন তোমার কাছেও ফেরত আসে।” এর সঙ্গে ছিল একটি নিজস্বীর কোলাজ পোস্ট —যেখানে স্যাম গাড়ি চালাচ্ছেন, গয়নার দোকানে তাকিয়ে দেখছেন, আর তৃপ্তি ক্যামেরা ধরছেন।

গোয়ায় প্রথমবার তৃপ্তির সরাসরি ট্যাগ আর স্যামের প্রকাশ্যে রিশেয়ার—তাতে জল্পনা আরও বাড়ছে। অনেকেই বলছেন— “এই স্টোরিগুলিই কি তাহলে তাঁদের প্রেমের আনুষ্ঠানিক স্বীকারোক্তি?”, “তাহলে কি এটাই তাঁদের সম্পর্কের ঘোষণা?”
