সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’ দিয়ে ২০২৩-এ বক্স অফিস কাঁপানোর পর, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ঝুলিতে এখন দু’টো হেভিওয়েট প্রজেক্ট—রণবীর কাপুরকে নিয়ে ‘অ্যানিম্যাল পার্ক’ আর প্রভাসকে নিয়ে বহু প্রতীক্ষিত ‘স্পিরিট’। প্রথমটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে, কিন্তু ‘স্পিরিট’? মাত্র একটা টিজার পোস্টার আর কিছু রহস্যজনক অনলাইন গুঞ্জন বাদে তেমন কিছুই সামনে আসেনি।
কিন্তু মাত্র একটি ইনস্টাগ্রাম পোস্টে স্পটলাইটের সব আলো নিজের দিকে টেনে নিলেন তৃপ্তি দিমরি! এক মাল্টিল্যাঙ্গুয়াল গ্রাফিকে দেখা গেল তাঁর নাম, শেষে লেখা ‘স্পিরিট’ এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নাম। ক্যাপশন, “এখনও বিশ্বাস হচ্ছে না… এতটা বিশ্বাস আর সুযোগের জন্য কৃতজ্ঞ।” পরিচালক ভাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবর পাকা করলেন—“আমার ছবির নায়িকার নাম শেষমেশ চূড়ান্ত হল”। ব্যস, তাতেই ঝড় উঠল নেটপাড়ায়।
