নিজস্ব সংবাদদাতা: ভরপুর রহস্যের সন্ধান দিতে তৈরি পরিচালক অরফিউস মুখোটি। আসছে তাঁর কর্পোরেট থ্রিলার ‘মুখোশে মানুষে খেলা’। মুক্তি পেল ছবির ঝলক। ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার এবং জয়দীপ চক্রবর্তী। শত্রুপক্ষের ষড়যন্ত্রে অভিনেতা জয়দীপ চক্রবর্তী অর্থাৎ ব্যবসায়ী জয় সান্যাল জড়িয়ে পড়েন এক খুনের মামলায়। কিন্তু রহস্যের জট খোলার সঙ্গে সঙ্গে তাঁর পরিচয় হয় নিজের জীবনের অন্ধকারময় দিকের সঙ্গে।
প্রিয়াঙ্কার চরিত্রটি এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা মহিলার, নাম ‘নন্দিনী’। সুব্রত দত্ত এই ছবিতে ধরা দেবেন ‘মানিক সেন’ নামের এক তদন্তকারীর ভূমিকায়। এছাড়াও, এসিপি অলোক সান্যাল এই ছবিতে থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে, অভিনেতা জয়দীপ চক্রবর্তী ফিচার ফিল্মে ডেবিউ করছেন এই ছবির হাত ধরেই। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম পোস্টার। যেখানে সুব্রত দত্ত এবং প্রিয়াঙ্কা সরকার ধরা দিয়েছিলেন সাদা-কালোয়। তাঁদের সেই ধূসররঙা ছবি যেন গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ।
‘সাবিত্রী প্রোডাকশন’ প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ। ছবির একটি গান গেয়েছেন 'ক্যাকটাস'-এর পটা। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে চলতি মাসের ২৮ তারিখে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। একইদিনে এই ছবি মুক্তি পাবে কলকাতার পাশাপাশি আরব আমিরশাহিতে।
