নিজস্ব সংবাদদাতা: আবারও গা ছমছমে আভাস পেতে চলেছেন দর্শক। ফিরছেন ভাদুড়ি মশাই। এই খবর প্রথম প্রকাশ্যে এনেছিল আজকাল ডট ইন। এবার প্রকাশ্যে এল সিরিজ 'নিকষ ছায়া'র ট্রেলার। 


তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফিরছেন ভাদুড়ি মশাই। আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এই দ্বিতীয় সিজনেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় মুক্তির দিনক্ষণ হিসেবে বেছে নিলেন ভূত চতুর্দশীকে। ৩১ অক্টোবর ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পাচ্ছে এই সিরিজ। 


২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে হইচইতে মুক্তি পেয়েছিল অলৌকিক গল্প 'পর্ণশবরীর শাপ। ফের একবার ভৌতিক সিরিজের পরিচালনায়  পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও এবার কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা। পরিচালকের কথায়, এই সিরিজ সরাসরি সিক্যুয়েল নয়। প্রথম পর্বে চরিত্রদুলো প্রতিস্থাপন করা হয়েছিল। তবে এবার গল্পের নতুন সংযোজন হিসাবে থাকছেন অভিনেত্রী অমৃতা দেবনাথ। ট্রেলারে নজর কাড়লেন তিনিও। 


ভাদুড়ী মশাইয়ের প্রতিপক্ষ হিসাবে এবার দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। শক্তিশালী তান্ত্রিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে থাকবে পৈশাচিক সম্পর্ক। কী হতে চলেছে শেষমেশ? উত্তরের অপেক্ষায় মিটবে সিরিজে।