গা ছমছমে পরিবেশ! গঙ্গাবক্ষে শীতের হাওয়ায় যেন মিশেছে হাড় হিম করা আমেজ। এরকমই পরিবেশে মুক্তি পেল উইন্ডোজের আগামী ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর ট্রেলার। ট্রেলার দেখার আগেই অভিনেতা-অভিনেত্রীরা জ্যান্ত ভূতের খপ্পরে পড়লেন! এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিল জ্যান্ত ভূতের দল। তারা মাঝেমধ্যেই চমকে দিচ্ছে সবাইকে। বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভয় দেখাতেও ছাড়ছে না। 

 

অনুষ্ঠানে এসে মানসী সিনহা কফির কাপে চুমুক দিতে গিয়েই আঁতকে উঠলেন। ভূতের দেখা পেয়ে ঘাবড়ে গেলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ভূতকে একপ্রকার বকাঝকা করে তাড়িয়ে দিলেন। অভিনেত্রীর কথায়, "আমি বড্ড ভীতু। গল্পে তো ভূতের কেত্তন অনেক করেছি, কিন্তু সামনে থেকে ভূত দেখা আমার সাধ্যে নেই।" একই অবস্থা জিনিয়া সেনেরও। মাঝেমধ্যেই চমকে উঠছেন তিনি। বনি সেনগুপ্ত থেকে শুরু করে সোহম মজুমদার, কাঞ্চন মল্লিক, শ্রুতি দাস কেউ বাদ যাননি ভূতের ভয়ে চমকে উঠতে। কিন্তু তাক লাগালেন মিমি চক্রবর্তী। ভূত দেখেও একটুও ভয় পেলেন না। বরং ভয়কে হেসে উড়িয়ে দিলেন। এদিকে, স্বস্তিকা দত্ত আসার আগেই ভূতেরা চম্পট দিয়েছে। তাই গা ছমছমে পরিবেশে আঁতকে ওঠেননি তিনি।

 

পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন এই কাণ্ডকারখানা। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "এই আইডিয়াটা বেশ মজার। ভূতের ছবির ট্রেলার লঞ্চে একটু চমক না থাকলে হয়? আমরা যখন শুটিং করছিলাম তখন একটা বুক দুরুদুরু ছিল। খালি মনে হচ্ছিল যে দৃশ্যের শুটিংটা করলাম সেটাই যেন আনমনে চোখের সামনে দেখতে পাচ্ছি।"

 

অরিত্রর কথায়, "ট্রেলারটা আমার কাছে হাফ ইয়ার্লি পরীক্ষার রেজাল্টের মতো। ফাইনালের প্রস্তুতি নিচ্ছি। প্রথমবার আমার ভূতের গল্প নিয়ে কাজ। এই ছবি আবার শুধু ভয় দেখাবে না। কমেডি আর রোম্যান্সের মিশেলেও দর্শককে চমক দেবে। সব মিলিয়ে আমিও বেশ আশাবাদী।"

 

'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিল টিম 'কালিপটকা'। জি ফাইভ বাংলার এই ওয়েব সিরিজের পরিচালনার অভিরূপ ঘোষ। মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, শ্রুতি দাস ও হিমিকা বসু। সঙ্গে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী ও বিমল গিরি। টিম 'কালিপটকা'র হুকস্টেপে নেচে উঠেছিল টিম 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'। 

 

 

 

প্রসঙ্গত, ছবির জমজমাট ট্রেলারে দেখা গেল মিমি-সোহমের মিষ্টি রসায়ন। সেই সঙ্গে উঠে এল বনি-স্বস্তিকার পূর্বজন্মের প্রেম। ভয় দেখানো আর ভয় পাওয়ার ডিপার্টমেন্টটা যেন গুলিয়ে গেল। ভূত-মানুষের খেলায় চমকের পর চমক ধরা পড়ল ট্রেলারে। ২৩ জানুয়ারি, বড়পর্দায় আসছে এই ছবি।