সাকিবের স্বপ্ন
ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে ১৫ বছর শাকিব সালিম। এখনও কোনও ছবি অথবা ওটিটি সিরিজের জন্য অডিশন দিতে বিন্দুমাত্র। আগে যদিও ছিল। কেন? অভিনেতার কথায়, “অল্প বয়স ছিল। রক্ত গরম ছিল।” তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, যদি কেউ তাহলে কোনও চরিত্রের জন্য অডিশন দিতে তাঁর বিন্দুমাত্র আপত্তি থাকার কথা নয়। তবে হ্যাঁ, যদি তিনি অডিশন দিয়ে কাজ পাচ্ছেন তাহলে বাকিদের ক্ষেত্রেও তা করা হোক। “ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করেও আমি খেটেখুটে অডিশন দিয়ে একটি প্রজেক্ট পাব, ওদিকে কেউ নতুন এসে অডিশন না দিয়ে একগুচ্ছ প্রজেক্টে অভিনয়ের সুযোগ পেয়ে, যাবেন সেটা ঠিক নয়। সেটা অন্যায়। অবশ্য সেটা আর কে দেখতে যাচ্ছে? মাথা গরম হলেও নিজেকে সামলে নিই। তারপর ফের জীবনযুদ্ধে কীভাবে লড়ব, সেই পরিকল্পনায় মন দিই।”
‘বলিউডে মাটির গন্ধ নেই’
সম্প্রতি এক আলোচনা চক্রে হাজির হয়েছিলেন 'মাসান' ছবিখ্যাত পরিচালক নীরজ ঘেওয়ান। মঞ্চ থেকেই এখানকার ভারতীয় ছবির পর্যালোচনা করাকালীন তিনি প্রশংসা করেন দক্ষিণী ছবির জগৎ-কে। কারণ তাঁর মতে, দক্ষিণী ছবির গল্পে লেগে থাকে মাটির গন্ধ। অর্থাৎ বাস্তবের কাছাকাছি।অন্যদিকে, বলিউডে যেমন ছবি তৈরি হচ্ছে সেসব গল্প বাস্তব থেকে ক্রমশ দূরে সরে এসেছে অনেকটাই। “বলিউড ছবি তৈরি করার সময় মাথায় রাখছে এক বিশেষ শ্রেণির দর্শকের কথা। ফলে ঘষামাজা করে এমনভাবে তাঁদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ছবিগুলোই বাকি দর্শকের কাছ থেকে দূরে সরিয়ে যাচ্ছে।”
রাজামৌলির ছবি 'যুক্তিহীন'?
এইমুহূর্তে দেশের প্রথম সারির পরিচালকের মধ্যে একেবারে উঁচুতে অধিষ্ঠান এস এস রাজামৌলি-র। তাঁর একাধিক ছবির নিবেদক করণ জোহর। সম্প্রতি, করণ জোহর জানালেন রাজামৌলির ছবিতে অনেকসময় যুক্তির অসংলগ্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ সোজা কথায়, যুক্তিহীন। কিন্তু পরিচালক যেভাবে নিজের বিশ্বাস তাঁর ছবিগুলোতে দৃঢ়ভাবে ফুটিয়ে তোলেন, তাতে দর্শক পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হয় সেই গল্প। রাজামৌলির ছবিতে যুক্তির তুলনায় বিশ্বাস প্রাধান্য পায় বেশি এবং সেটাই তাঁর ছবির সাফল্যের অন্যতম কারণ, মত করণ জোহরের।
