চলতি বছরেই শুরু ‘ডন থ্রি’?
চলতি বছরেই ‘ডন থ্রি’র শুটিং শুরু করতে চলেছেন পরিচালক ফারহান আখতার। চলতি বছরের শেষের দিক থেকেই টানা শুট চলবে এই ছবির। ২০২৩ সালে ঘোষণা হয়েছিল এই ছবির। তারপরেই অবশ্য এ ছবি ঘিরে শুরু হয় বেমক্কা ট্রোলিং। ‘ডন থ্রি’তে মুখ্যভূমিকায় দেখা যাবে রণবীর সিং, কিয়ারা আদবানিকে। প্রধান খলচরিত্রে হাজির হবেন বিক্রান্ত ম্যাসি। এইমুহূর্তে ফারহান ব্যস্ত রয়েছেন তাঁর ‘১২০ বাহাদুর’ ছবিটি নিয়ে। এ বছরেই মুক্তি পাবে ‘১২০ বাহাদুর’। তারপরেই ‘ডন থ্রি’র শুট শুরু করবেন ফারহান।
এবার ওয়েব সিরিজে পরিণীতি
ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন আগেই। এবার ওয়েব সিরিজের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিণীতি চোপড়া। জানা গিয়েছে, ছবিটি থ্রিলার ঘরানার। ঠাসা থাকবে সাসপেন্সও। নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে সেই সিরিজ। পরিণীতি ছাড়াও সেই সিরিজে অভিনয় করবেন তাহির রাজ ভাসিন, অনুপ সোনি, জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান, হারলিন শেঠি, সুমিত ব্যাস এবং চৈতন্য চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতারা।এই সিরিজটি পরিচালনা করবেন রেনসিল ডি'সিলভা, যিনি 'রং দে বাসন্তী' লিখেছেন এবং ‘কুরবান’ পরিচালনা করেছেন, এবং সহ-প্রযোজনা করবেন সিদ্ধার্থ পি. মালহোত্রা, যার নেটফ্লিক্সের সঙ্গে শেষ প্রজেক্ট ছিল জুনায়েদ খানের প্রথম ছবি ‘মহারাজ’। পরিণীতির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সমালোচকদের দ্বারা প্রশংসিত ‘অমর সিং চামকিলা’, যা গত বছর নেটফ্লিক্সে প্রচারিত হয়েছিল।
গুরুতর চোট অরুণা ইরানির!
ব্যাঙ্ককে সপ্তাহ দুয়েক আগেই পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অরুণা ইরানি। সেখানেই চলেছিল চিকিৎসা। এবার দেশে ফিরলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তবে এখনও নিজের দু'পায়ে দাঁড়াতে সম্ভবত যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁকে। তাই তো তাঁকে দেখা গেল হুইল চেয়ারে। সঙ্গে আবার হাতে ধরা এক জোড়া ক্রাচ। তবে মনের জোর হারাননি তিনি। হুইল চেয়ারে বসেই গুনগুন করে গেয়ে উঠলেন ‘হাল ক্যায়সা হ্যায় জনাব কা’। বিমানবন্দরের লাউঞ্জ থেকে অভিনেত্রীর সেই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ পেতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
