সানির প্রশংসায় পঞ্চমুখ এষা
বলিউড অভিনেতা সানি দেওলের বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ২৩ জানুয়ারি। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মোটের উপর ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। বক্স অফিসেও ছবির পারফরম্যান্স বেশ সন্তোষজনক। এই সাফল্যের আবহেই ২৫ জানুয়ারি মুম্বইয়ে আয়োজন করা হয় ছবির একটি বিশেষ স্ক্রিনিং।সেই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সানির সৎবোন এষা দেওল ও অহনা দেওল। ছবি দেখার পর দাদার অভিনয় নিয়ে প্রশংসা করতে এক মুহূর্তও দেরি করেননি এষা।
সোমবার ইনস্টাগ্রামে স্ক্রিনিংয়ের একাধিক ছবি ভাগ করে নেন এষা দেওল। একটি ছবিতে দেখা যায়, সানি দেওল ও অহনা দেওলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে এষাকে দেখা যায় ‘বর্ডার ২’-এর পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে। ছবিগুলির সঙ্গে ক্যাপশনে এষা লেখেন,“পরিবার আর বন্ধুদের সঙ্গে ‘বর্ডার ২’ অবশ্যই দেখবেন। গতকাল আমরা ছবিটা দেখেছি। সানি দেওল, তুমি-ই সেরা।”
এর পাশাপাশি ছবির অন্য শিল্পীদেরও প্রশংসা করেন এষা। বিশেষভাবে উল্লেখ করেন অহন শেট্টি, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং নিধি দত্তের নাম। তাঁদের অভিনয়কে ‘দারুণ’ বলে উল্লেখ করে শেষে লেখেন, “স্যালুট।”
রাম-কথা
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত ছবি ‘রামায়ণ’-এ রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা অরুণ গোভিলকে। এই খবর সামনে আসতেই আলোচনার পারদ চড়েছে। কারণ, রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’-এ তিনিই ছিলেন রাম! সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে অরুণ গোভিল প্রতিক্রিয়া দিলেন তাঁর প্রাক্তন সহ-অভিনেত্রী দীপিকা চিখলিয়ার মন্তব্য নিয়ে। উল্লেখ্য, সীতার চরিত্রে জনপ্রিয়তা পাওয়া দীপিকা আগেই বলেছিলেন, রামের বাইরে অন্য কোনও চরিত্রে অরুণ গোভিলকে কল্পনা করতেই তাঁর অসুবিধে হচ্ছে। বিশেষ করে রাজা দশরথের ভূমিকায় তাঁকে দেখাটা তাঁর কাছে “আউট অফ কনটেক্সট” বলে মনে হয়েছে।এই প্রসঙ্গে অরুণ গোভিলকে প্রশ্ন করা হলে তিনি শান্ত ও সংযত কণ্ঠে বলেন,“এটা সম্পূর্ণ ওঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি। জীবনে প্রত্যেকেরই নিজের মতো করে ভাবার অধিকার রয়েছে।”
প্রসঙ্গত, দীপিকা চিখলিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রামের চরিত্রে অরুণ গোভিল এতটাই গভীর ছাপ ফেলেছেন যে, তাঁকে অন্য কোনও ভূমিকায় মানিয়ে নিতে তাঁর সমস্যা হয়। সেই কারণেই দশরথের চরিত্রে অরুণকে দেখাটা তাঁর কাছে অস্বস্তিকর লাগছে। প্রসঙ্গত, নিজের সাক্ষাৎকারে অরুণ গোভিল আরও কথা বলেন রণবীর কাপুরকে নিয়ে, যিনি এই নতুন ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন। রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অরুণ বলেন, “তিনি একজন অসাধারণ অভিনেতা, আর এটা সবাই জানেন। তবে স তিনি যে একজন ভাল মানুষও, সেকথা কাজ করতে গিয়ে আমি বুঝেছি। আমি ওঁর জন্য শুভকামনা জানাই। তিনি নিজের কাজ খুব ভালভাবেই করেছেন।”
জ্যাকির ‘সুভাষ’বন্দনা
পরিচালক সুভাষ ঘাই গত ২৫ জানুয়ারি পা দিলেন ৮১ বছরে। এই বিশেষ দিনে তাঁকে ভালবাসা আর কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি সুভাষ ঘাইকে আখ্যা দিলেন তাঁর মেন্টর এবং শ্রেষ্ঠ গল্পকার হিসেবে। ইনস্টাগ্রামে একটি অনুষ্ঠানের সময় তোলা নিজেদের কয়েকটি ছবি ভাগ করে নিয়ে জ্যাকি লেখেন, “... এক জীবনের অনুপ্রেরণা! আমার মেন্টর ও শ্রেষ্ঠ গল্পকারকে জন্মদিনের শুভেচ্ছা।” সংক্ষিপ্ত এই লেখার মধ্যেই স্পষ্ট ধরা পড়ে গুরু-শিষ্যের দীর্ঘ যাত্রার গভীরতা।
উল্লেখযোগ্যভাবে, জ্যাকি শ্রফ ও সুভাষ ঘাইয়ের ব্যক্তিগত ও পেশাদার সম্পর্কের শুরু ১৯৮৩ সালে, ঘাই পরিচালিত ‘হিরো’ ছবির হাত ধরে। এই ছবিই জ্যাকিকে বলিউডে এক শক্তিশালী পরিচিতি এনে দেয়। সেখান থেকেই শুরু আর এরপর একসঙ্গে বহু কালজয়ী ছবির পথচলা।
