দিলজিতের ‘বর্ডার’ লাড্ডু
বলিউডের যুদ্ধের ময়দান এবার আরও আবেগঘন হতে চলেছে। ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করলেন দিলজিৎ দোসাঞ্জ। আর সেই মুহূর্তটিকে উদযাপন করলেন একেবারে দেশি কায়দায়—লাড্ডু বিলিয়ে, আলিঙ্গনে ভরিয়ে। সহ-অভিনেতা বরুণ ধাওয়ান, আহন শেট্টি থেকে শুরু করে পুরো ইউনিটের শিশু শিল্পী ও টেকনিশিয়ান—সবাইকে মিষ্টিমুখ করালেন দিলজিৎ এবং মুহূর্তটিকে করে তুললেন স্মরণীয়।ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাড্ডুর বাক্স হাতে সেটে আসছেন দিলজিৎ। প্রথমেই এগিয়ে এসে লাড্ডু খাইয়ে দিচ্ছেন বরুণ ধাওয়ানকে। এরপর এক উষ্ণ আলিঙ্গন। তারপর পা বাড়ালেন আহান শেট্টির দিকে—তাঁকেও একইভাবে মিষ্টিমুখ করিয়ে জড়িয়ে ধরলেন।

ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজছিল অরিজিনাল ‘সন্দেশে আতে হ্যায়’ গান, যা ‘বর্ডার’ সিনেমার আবেগঘন এক অনুষঙ্গ। আবহেই তৈরি হল এক দেশপ্রেমে ভেজা, আনন্দময় বিদায়ের দৃশ্য।শুধু বড়রা নয়, ভিডিওতে দেখা গেল ছোট্ট শিশু শিল্পীদেরও লাড্ডু বিলিয়ে দিচ্ছেন দিলজিৎ। একেকজন লাফিয়ে উঠছে, কেউ আবার আনন্দে নাচছে। শেষে বাক্সটা তুলে দিলেন টিমের হাতে। দিলজিতের গাড়িতে ওঠার দৃশ্যও ধরা পড়েছে ভিডিওর শেষে—গাড়ির চারপাশে জড়ো ভক্ত আর ছবির কলাকুশলীদের ভিড়, সবাই চায় একটা নিজস্বী, এক ঝলক হাসি।
‘অতিথি’ জেনিফার
“কিউঁকি সাস ভি কভি বহু থি”—যে নাম একসময় ভারতীয় টিভি-র ইতিহাসে নতুন অধ্যায় লিখেছিল, সেই জনপ্রিয় ধারাবাহিক আবার ফিরছে ছোটপর্দায়। বহু বছর পর বালাজি টেলিফিল্মস ফিরিয়ে আনছে এই আইকনিক সিরিজ, আর তার মাঝেই নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে একটি গুঞ্জন—এই সিজনে ক্যামিও করবেন জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট! যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি, টেলিভিশন মহলে গুঞ্জন জোরাল—জেনিফার উইংগেট এই রিবুট ভার্সনে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে চমক দিয়ে যেতে পারেন। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও তাঁর উপস্থিতি নাকি সিরিজে এক নতুন মোড় আনতে চলেছে।

তাঁর ক্যারিশমা, স্ক্রিন প্রেজেন্স, এবং ভিন্নধর্মী চরিত্রে কাজ করার দক্ষতা বরাবরই দর্শকদের মুগ্ধ করে এসেছে। ফলে তাঁর এই সম্ভাব্য যোগদান এই সিরিজের প্রত্যাবর্তনকে আরও নাটকীয় করে তুলেছে।
‘অল ইজ ওয়েল’!
অবশেষে মেঘ কাটল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির আকাশ থেকে! দীর্ঘ জল্পনা, দ্বন্দ্ব আর বিরক্তিকর অপেক্ষার পর অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে চলা হঠাৎ বিতণ্ডা মিটে গেছে।
‘হেরা ফেরি ৩’-এর শুটিং আবার শুরু হচ্ছে—এবার সত্যিই সব ঠিকঠাক!অক্ষয় কুমার নিজেই জানালেন এই সুখবর। তিনি বলেন—
“না, এই ব্যাপারটা কোনও ছবির প্রচার ছিল না… যখন আইনি ব্যাপার হয়, সেটা সত্যি হয়। কোনও মজা নয়।” অর্থাৎ, এই পুরো ব্যাপারটা নিছক কোনও পাবলিসিটি স্টান্ট ছিল না—বরং আইনি স্তরে বিষয়টি গড়িয়েছিল, এবং তাই গা-জমানোভাবে এই ফাটল তৈরি হয়েছিল। তবে এখন, তাঁর কথাতেই, “এখন অবশ্য সবকিছু ঠিক হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি, আসছে একটা বড় ঘোষণা…আমরা একসঙ্গে ফিরছি!”
বলিউডে কমেডি মানে একটা নাম—‘হেরা ফেরি’। ২০০০ সালে প্রিয়দর্শন-এর পরিচালনায় শুরু হয়েছিল এই কালজয়ী ফ্র্যাঞ্চাইজির পথচলা, আর সেই পথের তিন দিকপাল—বাবুরাও গনপতরাও আপটে (পরেশ রাওয়াল), রাজু (অক্ষয় কুমার), এবং শ্যাম (সুনীল শেট্টি)—তাঁরা হয়ে ওঠেন একেবারে ঘরের মানুষ।
