সংবাদসংস্থা মুম্বই:

‘শ্যাম’-এর হাসি 

অবশেষে ভক্তদের মুখে হাসি! বহু নাটক ও গুঞ্জনের পর পা‍রেশ রাওয়াল নিশ্চিত করলেন তিনি ফিরছেন ‘হেরা ফেরি ৩’-তে। এর আগেই গুঞ্জন উঠেছিল তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন এবং এই নিয়ে আইনি টানাপোড়েনেও জড়িয়েছিলেন তিনি ও অক্ষয় কুমার। তবে সব ঝামেলা কাটিয়ে আবার এক হচ্ছে পুরনো ‘তিনজন’— বাবুরাও, শ্যাম এবং রাজু!এই খবরে উচ্ছ্বসিত সুনীল শেট্টি নিজেই জানালেন, “আমি শুনেছি সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন আমি ‘হেরা ফেরি ৩’ নিয়ে কিছু বলব ছবির মুক্তির সময়েই। তবে এটা বলতেই পারি, এই ছবি একেবারে ফুল-ফ্যামিলি এন্টারটেইনার। একসঙ্গে গোটা পরিবার নিয়ে বসে হেসে গড়াগড়ি খাও!” 

 


আসছে ‘পতি পত্নী ঔর ওহ ২’?

২০১৯ সালের সুপারহিট রোম্যান্টিক কমেডি ‘পতি পত্নী ঔর ওহ’-এর সিক্যুয়েল এবার জোরকদমে প্রস্তুত হচ্ছে। তবে সবথেকে বড় চমক হল—এই ছবিতে আর থাকছেন না কার্তিক আরিয়ান! তাঁর জায়গায় এবার আয়ুষ্মান খুরানা। তাঁর সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়াবেন সারা আলি খান এবং ওয়েব ওটিটি সেনসেশন ওয়ামিকা গব্বি।তথ্য অনুযায়ী, নির্মাতারা এবার চেয়েছিলেন একটু ফ্রেশ কেমিস্ট্রি— এমন অভিনেতা, অভিনেত্রী যাঁদের পর্দায় কমেডি টাইমিং বেশ ভাল। খবর, সেখানেই বাজিমাৎ করলেন আয়ুষ্মান, ওয়ামিকা আর সারা। তাঁরা এবার পর্দায় নতুন করে রং ছড়াবেন কার্তিক-ভূমি-অনন্যার জায়গায়।এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু সূত্র মারফত খবর—চিত্রনাট্য প্রায় চূড়ান্ত, কাস্টিং নিয়ে প্রোডাকশন হাউস বেশ খুশি, এবং ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

 

 

চুপিচুপি রণবীর-কাণ্ড!

রণবীর সিং এখন তাঁর আসন্ন স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ নিয়ে বেশ ব্যস্ত। এই সিনেমায় তাঁকে দেখা যাবে এক গুপ্তচর সংস্থার এজেন্ট হিসেবে, আর পরিচালক আদিত্য ধর এখানে তুলে ধরছেন র (RAW)-এর গোপন ইতিহাসের এক সোনালি অধ্যায়। কিন্তু এই মুহূর্তে আর একটি রহস্যময় প্রজেক্টে কাজ করছেন রণবীর, এবং সেটাও চলছে মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে, অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে! শোনা যাচ্ছে, শুটিং ফ্লোরে মিডিয়া বা অনভিপ্রেত কারোর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেট ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা, বাইরে কাউকে কিছু বলাও বারণ। সূত্রের খবর, মেহবুব স্টুডিওতে রণবীর রণবীর সিং যে প্রোজেক্টে কাজ করছেন, সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলে। প্রযোজনা সংস্থা থেকেও কিছু জানানো হয়নি। আর এই খবর সামনে আসতেই জল্পনা তুঙ্গে। অনেকে ভাবছেন, এটা কি ম্যানডক ফিল্মস-এর হরর-কমেডি ইউনিভার্সের অংশ? না কি ‘ধুরন্ধর’-এরই কোনও গোপন অংশের শুটিং?