সংবাদসংস্থা মুম্বই:
গতি বাড়াল ‘মেট্রো’
৪ জুলাই মুক্তির দিনে যেখানে ‘মেট্রো...ইন দিনও’ ছবিটি মাত্র ৩.৫ কোটি টাকা আয় করেছিল, সেখানে সপ্তাহান্তে সেটাই গিয়ে দাঁড়াল ১৬.৭৫ কোটি টাকাতে! রবিবার অর্থাৎ ৬ জুলাই, ছবির ব্যবসা চড়চড় করে বাড়ে, এবং একদিনেই কামায় ৭.২৫ কোটি টাকা— যা প্রমাণ করে, এই ছবি ‘ধীরে চল’ হলেও, ঠিক গন্তব্যে পৌঁছচ্ছে।

অনুরাগ বসুর এই ছবি একসঙ্গে একাধিক চরিত্রের জীবনগাথা বলে — যেখানে ভালবাসা আছে, ব্যর্থতা আছে, আবার আছে নতুন করে শুরু করার সাহসও। সারা আলি খান, আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, নীনা গুপ্তা, অনুপম খের–সহ এক বিশাল কাস্ট এই ছবিকে আরও বাস্তব ও সংবেদনশীল করে তুলেছে।
জ্বালা গুট্টার সন্তানের নামকরণ আমিরের
হায়দরাবাদে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বলিউড তারকা আমির খান। প্রিয় বন্ধু বিষ্ণু বিশাল ও জ্বালা গুট্টার অনুরোধ রাখতে তিনি হাজির হন তাঁদের সদ্যোজাত কন্যার নামকরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানের পর বিষ্ণু বিশাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একটি অসাধারণ পারিবারিক মুহূর্ত— যেখানে আমির খানকে দেখা যাচ্ছে ছোট্ট মীরাকে কোলে নিয়ে হাসিমুখে বসে থাকতে। বিষ্ণু ক্যাপশনে লেখেন — “পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মীরা-কে... হায়দরাবাদে এসে আমাদের মেয়ের নামকরণের দায়িত্ব নেওয়ার জন্য আমির খান স্যারকে জানাই এক বড়সড় আলিঙ্গন।

‘মীরা’ নামটি নিঃস্বার্থ ভালবাসা আর শান্তির প্রতীক। আমির স্যারের সঙ্গে এই যাত্রাপথটা ছিল একেবারে জাদুময়... আমাদের মেয়েকে এত সুন্দর একটি নাম দেওয়ার জন্য কৃতজ্ঞতা, স্যার!”
রাশি-আতঙ্ক
চোখে আতঙ্ক, মনে চাপা দুঃস্বপ্ন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া AI171 বিমানের অল্পের জন্য বেঁচে যাওয়া দুর্ঘটনার পর, অভিনেত্রী রাশি খন্না-র মনে ছায়া ফেলেছে ভয়। ভ্রমণপিপাসু এই অভিনেত্রী জানালেন, এখন আর বিমানযাত্রা আগের মতো লাগছে না — বরং প্রতিটি ফ্লাইট যেন এক অদৃশ্য চাপ ও উদ্বেগের উৎস। রবিবার ইনস্টাগ্রামে কিছু এয়ারপোর্ট ছবির সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেন রাশি। লেখেন —“পৃথিবীতে এখন এতটা অস্থিরতা… প্রতিটি ফ্লাইট যেন আরও ভারী হয়ে উঠছে — শুধু আকাশের জন্য নয়, বরং সেই সব খবরের শিরোনামের জন্য যা আমরা আমাদের সঙ্গেই নিয়ে চলি।”

আরও বলেন,“ভ্রমণ এক সময় ছিল পালানোর রাস্তা। এখন যেন নিঃশ্বাস আটকে রাখার মতো অনুভব হয়। আর কেউ কি এই ‘ট্র্যাভেল অ্যাংজাইটি’-র মধ্যে দিয়ে যাচ্ছেন?” এয়ার ইন্ডিয়া-র সাম্প্রতিক ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনই তারকা মহলেও পড়েছে তার প্রভাব। রাশি খন্নার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়, বহু মানুষ কমেন্টে সহমত জানান।
