সংবাদ সংস্থা মুম্বই:
ইউটিউবারদের সাবধানবাণী ইউটিউবের!
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় আপডেট। আগামী ১৫ জুলাই, ২০২৫ থেকে চালু হচ্ছে নতুন মনিটাইজেশন নীতি, যা মূলত একঘেয়ে, কম প্রচেষ্টায় বানানো বা বাল্ক প্রোডাকশন কনটেন্টের আয়ে কাটছাঁট করবে। ইউটিউবের অফিসিয়াল সাপোর্ট পেজে জানানো হয়েছে—"ইউটিউব পার্টনার প্রোগ্র্যাম (YPP)-এর অংশ হতে হলে কনটেন্টের অরিজিনাল ও অথেনটিক হওয়াটা বাধ্যতামূলক।" নতুন গাইডলাইনে ইউটিউব বলেছে, "আমরা এখন থেকে আরও ভালভাবে শনাক্ত করব সেই সব কনটেন্ট, যেগুলি মাস-প্রোডিউসড, রিপিটেটিভ বা ইনঅথেনটিক। এগুলির মাধ্যমে আর মনিটাইজেশন সম্ভব হবে না।”
রাজকুমারের ‘অভিশাপ’!
সাম্প্রতিক কালে নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে ‘রাজকুমার রাও আবার বিয়ে করতে চলেছে’ এমন কিছু ভাইরাল মিম। নেটদুনিয়ার মতে, গত কয়েক বছর ধরে এই জাতীয় চরিত্রে যেন আটকে গেছেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা—ছোট শহরের ছেলে, যার জীবনে বিয়ে মানেই গণ্ডগোল। তিনি আরও বলেন, “এটা শুধু এখন নয়। আমার মনে হয় আমার সঙ্গে বিয়ের একটা যোগ আছে। কারণ এটা শুরু হয়েছিল ‘কুইন’ থেকে, যেখানে বিয়েটাই ছিল প্লটের মূল কেন্দ্র।” পাশে বসা অভিনেতার 'মালিক' ছবির সহ-অভিনেত্রী মানুষী চিল্লার তাঁকে মনে করিয়ে দেন—“কুইন”-এ তো তুমি নিজেই বিয়ে ভেঙেছিলে! তাতে রাজকুমার মজা করে বলেন, “হ্যাঁ, ওইটাই শয়তানের শাপ হয়ে গেছে! তখন থেকে সব ছবির বিয়েতে কিছু না কিছু কাণ্ড বাধে। কখনও হলুদের সময় আটকে যাই, না হলে কেউ ভিডিও তোলে!” নেটদুনিয়ায় মজার মিমগুলো নিয়ে বিন্দাস হিউমারে ভরা এই প্রতিক্রিয়া সত্যিই প্রমাণ করে দিল—রাজকুমার রাও শুধু দক্ষ অভিনেতাই নন, তাঁর সেন্স অফ হিউমারও ঠিক সিনেমার মতোই অনবদ্য!

টাইগারের কৃতজ্ঞতা
টাইগার শ্রফের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘বাগি’-র নতুন অধ্যায় শেষের পথে। মঙ্গলবার, ৯ জুলাই অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন—শেষ হল ‘বাগি ৪’-এর শুটিং! হাতে ছবির ক্ল্যাপবোর্ড, মুখে একরাশ কৃতজ্ঞতা— ছবি শেয়ার করে টাইগার লেখেন এক আবেগঘন পোস্ট। এই অ্যাকশন-ধর্মী ছবির শ্যুটিং শেষ হওয়ার খবর জানিয়ে তিনি ধন্যবাদ জানান গোটা ইউনিটকে।
পরিচালনায় এ. হর্ষা এবং প্রযোজনায় নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট—‘বাগি ৪’ হল টাইগারের সেই পরিচিত অ্যাকশন স্পেসে ফের প্রত্যাবর্তন, যা একসময় তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দিয়েছিল।
