ফিরছেন ‘কিং’
নভেম্বরের শুরুতে ‘কিং’-এর শুটিং থেকে অল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর ফের ক্যামেরার সামনে ফিরছেন শাহরুখ। ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ‘কিং’ ছবির সবচেয়ে চ্যালেঞ্জিং ও অ্যাকশন ঠাসা শুটিং পর্ব। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের স্টান্ট টিমের সঙ্গে মিলিত হয়ে বেশ কিছু বড় অ্যাকশন সেটপিস পরিকল্পনা করেছেন। মূলত মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতেই হবে এই লম্বা শিডিউল। জানা গেছে, এ পর্বে থাকছে স্টাইলাইজড ও হাই-ইন্টেনসিটি অ্যাকশন ব্লক, তীব্র ক্লোজ-কমব্যাট সিকোয়েন্স এবং প্রচুর ড্রামাটিক মুখোমুখি লড়াই। সূত্রের খবর, এই শুটের জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। প্রতিটি অ্যাকশন দৃশ্য নিখুঁতভাবে যাতে ক্যামেরাবন্দি করা যায়, তার জন্য আলাদা করে রিহার্সাল চলছে। ইউনিটের টেকনিক্যাল টিমও দিন-রাত কাজ করছে, কারণ এই অংশের শুটিং অত্যন্ত নিখুঁত কোরিওগ্রাফি, নিখুঁত টাইমিং এবং অত্যাধুনিক ক্যামেরা মুভমেন্টের উপর নির্ভরশীল। প্রতিটি স্টান্ট যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।
‘ধুরন্ধর’-এ মজলেন প্রিয়াঙ্কার স্বামী
ভারতের গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’-এর উন্মাদনা এখন পৌঁছে গেল হলিউডের আঙিনায়ও। ছবির ঝড় উঠেছে বক্স অফিসে, আর সেই ঢেউয়েই সামিল হলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী তথা পপ তারকা নিক জোনাস। গায়কের দাবি, রণবীর সিং অভিনীত ছবির একটি গান এখন তাঁর স্টেজ শোয়ের আগে নিজেদের চাঙ্গা করার “অফিশিয়াল হাইপ অ্যান্থেম”। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার করেন নিক। সেখানে দেখা যায়, পুরো মুডে গা ভাসিয়ে দিয়ে তিনি নাচছেন ‘শরারত’ গানে। পাশে তাঁর ভাইয়েরাও মেতে উঠেছেন একই তালে।

ধুরন্ধর’–এর এই গানটি গেয়েছেন মধুবন্তি বাগচি ও জ্যাসমিন স্যান্ডলাস, সুরকার শাশ্বত সচদেব। পর্দায় এই ডান্স নম্বরটি দেখা গেছে আয়েশা খান ও ক্রিস্টল ডিসুজার ওপর। গান মুক্তির পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, আর নিক জোনাসের এই ভিডিও যে উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়। বিশেষ করে নিকের ভারত-সংযোগ থাকায় উত্তেজনা যেন আরও একটু বেশি। কারণ তিনি যেমন হলিউড তারকা, তেমনই ভারতীয় দর্শকের কাছেও বেশ পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হিসেবে। ফলে তাঁর মুখে কিংবা নাচে কোনও হিন্দি গানের ঝলক মানেই ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস।
ফের জুটিতে অক্ষয়-বিদ্যা
জোর খবর, অক্ষয় কুমার ও বিদ্যা বালন ফের জুটি বেঁধে বড়পর্দায় ফিরতে চলেছেন। জানা যাচ্ছে, অনীস বাজমি পরিচালিত একটি নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। প্রায় ১৪ বছর পর এই পরিচালকের সঙ্গে ফের কাজ করছেন অক্ষয়।কাস্টিং নিয়ে টানা জল্পনার পর অবশেষে নিশ্চিত হয়েছে, ছবির অন্যতম নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন বিদ্যা বালন। ইউনিট সূত্রে পাওয়া খবর, এই সিদ্ধান্তটি নাকি পুরো দলই এক বাক্যে সমর্থন করেছে, যা তাঁদের এই জুটিকে নিয়ে প্রত্যাশার কথাই স্পষ্ট করে।নতুন ছবিতে নাকি দুই শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে গল্প আবর্তিত হবে। বিদ্যা থাকছেন প্রধান দুই চরিত্রের একটিতে।

‘মিশন মঙ্গল’-এর পর ছয় বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন অক্ষয়-বিদ্যা। ‘ভুল ভুলাইয়া’-র পর থেকেই তাঁদের জুটির প্রতি দর্শকের আলাদা টান তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তা ও প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে এই নতুন অধ্যায়। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও ছবির নাম প্রকাশের।
